মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাজিমাত অস্ট্রেলিয়ার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ৭৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ শনিবার (১৬ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অজিরা।

দুই ওপেনার ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইংলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এর পরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার। হারিস রউফ, আব্বাস আফ্রিদিদের বোলিংয়ে ৯ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট। সেই রানের জবাবে জয়ের আশা জাগিয়ে শেষ ওভারে এসে ১৩ রানে হেরে যায় পাকিস্তান। এই ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতা ডুবায় সফরকারীদের।

রানতাড়ায় নেমে অধিনায়ক রিজওয়ান ২৬ বল খেলে করেন মাত্র ১৬ রান। বাবর আজম ৩ আর সালমান আঘা রানের খাতাই খুলতে পারেননি।

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে পাকিস্তান। পরের দিকে উসমান খান ৩৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু উসমান ফেরার পর পাকিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে। একটা প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত খেলে গেছেন ইরফান খান। কিন্তু তার ২৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসটি দলের কোনো কাজে আসেনি। ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রান খরচায় একাই ৫টি উইকেট তুলে নেন। অন্যদিকে ১৯ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। এতে করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে পাকিস্তানকে হোয়াইটওয়াশের আশা বুনছে স্বাগতিক অজিরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ বাজিমাত অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ণ, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ শনিবার (১৬ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অজিরা।

দুই ওপেনার ম্যাথু শর্ট আর জ্যাক ফ্রেসার-ম্যাকার্গ ২২ বলে গড়েন ৫২ রানের জুটি। চতুর্থ ওভারে ৯ বলে ২০ করা ম্যাকার্গকে আউট করে এই জুটিটি ভাঙেন হারিস রউফ। এক বল পর তিনি ফেরান জস ইংলিশকে (০)।

১৭ বলে ২টি করে চার-ছক্কায় ৩২ রানে পৌঁছে যাওয়া শর্টকে বোল্ড করেন আব্বাস আফ্রিদি। এর পরই রানের গতি কমতে থাকে অস্ট্রেলিয়ার। হারিস রউফ, আব্বাস আফ্রিদিদের বোলিংয়ে ৯ উইকেটে ১৪৭ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া। ৭ উইকেট হাতে থাকলেও শেষ ১১ ওভারে মাত্র ৬৪ রান নিতে পারে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি, আব্বাস আফ্রিদি ১৭ রানে ৩টি আর সুফিয়ান মুকিম ২১ রানে নেন ২টি উইকেট। সেই রানের জবাবে জয়ের আশা জাগিয়ে শেষ ওভারে এসে ১৩ রানে হেরে যায় পাকিস্তান। এই ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতা ডুবায় সফরকারীদের।

রানতাড়ায় নেমে অধিনায়ক রিজওয়ান ২৬ বল খেলে করেন মাত্র ১৬ রান। বাবর আজম ৩ আর সালমান আঘা রানের খাতাই খুলতে পারেননি।

পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে পাকিস্তান। পরের দিকে উসমান খান ৩৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু উসমান ফেরার পর পাকিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে। একটা প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত খেলে গেছেন ইরফান খান। কিন্তু তার ২৮ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসটি দলের কোনো কাজে আসেনি। ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসন ২৬ রান খরচায় একাই ৫টি উইকেট তুলে নেন। অন্যদিকে ১৯ রানে ২ উইকেট নেন অ্যাডাম জাম্পা। এতে করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে পাকিস্তানকে হোয়াইটওয়াশের আশা বুনছে স্বাগতিক অজিরা।