এবার রাশিয়ার হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে সেনা সদস্য। এমনই এক অভিযোগ করেছেন ইউক্রেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানায়, ইতোমধ্যে প্রায় দেড় হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছেছে এবং মোট ১২ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।
এই ঘটনার মধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে গুরুতর নিরাপত্তা হুমকির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে পারে। তার এই অভিযোগের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এক জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে হবে।’
এদিকে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠকে জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিষয়টি অগ্রাহ্য না করে আন্তর্জাতিকভাবে জবাব দেওয়ার আহ্বান জানান।
বিশেষজ্ঞরা বলছেন, ভাষাগত এবং সাম্প্রতিক যুদ্ধ অভিজ্ঞতার অভাবে রাশিয়াকে কোরীয় সেনাদের নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে সীমান্তে উত্তর কোরিয়ার সেনারা পাহারার দায়িত্ব নিলে রুশ সেনাদের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে শুক্রবার (১৮ অক্টোবর) উল্লেখ করা হয়, ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মাঝামাঝি রাশিয়ার সমুদ্র বন্দরে ভ্লাদিভস্টকে রাশিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ১৫০০ উত্তর কোরীয় সেনাকে নিয়ে বন্দরে আসে। (সূত্র: আল জাজিরা)