দামুড়হুদা মডেল থানা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. মমতাজ মহল ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিকুর রহমান।
এর আগে দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে আসলে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। পরে জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মডেল থানা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। এসময় দামুড়হুদা মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, থানায় এসে যেন কোনো সেবাগ্রহীতা বিড়ম্বনা ও প্রতারণার শিকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ ও পুলিশের সম্পর্ক ভালো থাকলে এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকে।





















































