আবারও বায়ার্নে বিধ্বস্ত আর্সেনাল !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথম লেগে ৫-১ গোলে চূর্ণ আর্সেনাল এবারও একই ব্যবধানে হারল। আর্সেনালকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পা রাখল বায়ার্ন মিউনিখ।

শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে লরাঁ কোসিয়েলনির লাল কার্ডের পর ম্যাচের হাল ছেড়ে দেয় আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ওয়ালকট। এরপর আর হালে পানি পায়নি দলটি। একের পর এক গোল হজম করতেই থাকে আর্সেনাল। পাঁচ গোল হজম করে বিদায় নেয় শেষ ষোলোর ঘর থেকে।

মঙ্গলবার রাতে খেলার শুরুতেই লঙ্কাকাণ্ড বাঁধায় বায়ার্ন সমর্থকরা। মাঠে টয়লেট পেপার ছুঁড়ে মারেন তারা। এরপর মাঠ পরিষ্কার করতে খানিকটা সময় পেরিয়ে যায়। এতে খেলা সাময়িক বন্ধ থাকে।বায়ার্নের হয়ে একটি করে গোল করেন লেডানডফস্কি, রোবেন, কস্তা। জোড়া গোল করেছেন ভিদাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আবারও বায়ার্নে বিধ্বস্ত আর্সেনাল !

আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

প্রথম লেগে ৫-১ গোলে চূর্ণ আর্সেনাল এবারও একই ব্যবধানে হারল। আর্সেনালকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পা রাখল বায়ার্ন মিউনিখ।

শুরুতে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে লরাঁ কোসিয়েলনির লাল কার্ডের পর ম্যাচের হাল ছেড়ে দেয় আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ওয়ালকট। এরপর আর হালে পানি পায়নি দলটি। একের পর এক গোল হজম করতেই থাকে আর্সেনাল। পাঁচ গোল হজম করে বিদায় নেয় শেষ ষোলোর ঘর থেকে।

মঙ্গলবার রাতে খেলার শুরুতেই লঙ্কাকাণ্ড বাঁধায় বায়ার্ন সমর্থকরা। মাঠে টয়লেট পেপার ছুঁড়ে মারেন তারা। এরপর মাঠ পরিষ্কার করতে খানিকটা সময় পেরিয়ে যায়। এতে খেলা সাময়িক বন্ধ থাকে।বায়ার্নের হয়ে একটি করে গোল করেন লেডানডফস্কি, রোবেন, কস্তা। জোড়া গোল করেছেন ভিদাল।