বরাদ্দ বাড়িয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ ৪ প্রকল্পের অনুমোদন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৭২৮ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফা অর্থবরাদ্দ বাড়িয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি ভবনে একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণে দ্বিতীয় সংশোধনীতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশোধিত মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি টাকার বেশি।

বরাদ্দ বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রতি কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরিতে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়ের ঘটনা ঘটলেও মাতারবাড়ীর ক্ষেত্রে এটা হবে না।

সোমবার একনেক বৈঠকে রংপুর পর্যন্ত মহাসড়ক, রাজধানীর বাইরের সিটি করপোরেশন এবং বৃহত মিউনিসিপ্যাল এলাকা আধুনিক নগরায়নসহ আরও তিনটি প্রকল্প অনুমোদিত হয়। ব্রিফিংয়ে বিভিন্ন প্রকল্পে কেনা গাড়ির হিসাব বের করে যাচাই-বাছাই পূর্বক পুনর্ব্যবহারে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরাদ্দ বাড়িয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ ৪ প্রকল্পের অনুমোদন

আপডেট সময় : ০৬:১৮:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

দ্বিতীয় দফা অর্থবরাদ্দ বাড়িয়ে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ চারটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি ভবনে একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণে দ্বিতীয় সংশোধনীতে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশোধিত মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৮১ কোটি টাকার বেশি।

বরাদ্দ বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রতি কিলোমিটার এক্সপ্রেসওয়ে তৈরিতে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়ের ঘটনা ঘটলেও মাতারবাড়ীর ক্ষেত্রে এটা হবে না।

সোমবার একনেক বৈঠকে রংপুর পর্যন্ত মহাসড়ক, রাজধানীর বাইরের সিটি করপোরেশন এবং বৃহত মিউনিসিপ্যাল এলাকা আধুনিক নগরায়নসহ আরও তিনটি প্রকল্প অনুমোদিত হয়। ব্রিফিংয়ে বিভিন্ন প্রকল্পে কেনা গাড়ির হিসাব বের করে যাচাই-বাছাই পূর্বক পুনর্ব্যবহারে অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।