দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নিরীক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন শুরু করে দর্শনা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন। আমাদের বিদ্যালয়ের কম্পিউটার রুমের কম্পিউটার এবং ল্যাবে ব্যাপক অনিয়ম করেছেন তিনি। সাবেক এমপি’র বন্ধু হওয়াতে ক্ষমতা হাতে থাকার পেয়ে তিনি তার অপব্যবহার করেছেন।
আমরা চাই আমাদের প্রধান শিক্ষক যে অনিয়ম করেছেন তার সঠিক তদন্ত হোক। তদন্ত করার পর যদি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোষী প্রমাণিত হয় আমরা চাই তার সঠিক বিচার হোক। আর যদি তিনি নির্দোষ হয়ে থাকেন তাহলে আমাদের আর কোন অভিযোগ থাকবে না। মানববন্ধনটি আয়োজন করেন দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা।




















































