শিরোনাম :
Logo কক্সবাজারে চকরিয়া থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা Logo কচুয়ায় দালাল চক্রের ফাঁদে পড়ে তিন মাসের শিশুকে বিক্রি, এলাকায় চাঞ্চল্য Logo বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত! Logo সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo খুবিতে শুরু হচ্ছে ওংকার শৃণুতার পুনর্মিলনী ও আবৃত্তি উৎসব Logo সিরাজগঞ্জ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন Logo মাদকের টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে Logo সাতক্ষীরা কলারোয়ায় সাবেক যুবদল নেতার আগ্রাসনে বিধবা নারীর বসতবাড়ি ভাঙচুর Logo চাঁদপুর পুরান বাজারে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার!

রিয়াল-বার্সার লড়াইয়ে ফের রোনালদিনহো !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বার্সেলোনার অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন রোনালদিনহো। জাদুকরী সব ড্রিবলিং, পাসিং দিয়ে মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের। সময়ের ব্যবধানে ছেড়েছেন প্রিয় ক্লাব বার্সেলোনাকেও। যে জার্সি পরেই ফুটবল বিশ্ব মাতিয়েছেন। হয়ে উঠেছেন কিংবদন্তিদের একজন। সেই বার্সেলোনার জার্সি গায়ে আবারও মাঠে ফিরছেন রোনালদিনহো, আর সেই লড়াইটাও হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

শিরোনাম দেখে ভ্রু কুঁচকালেও, সত্যিই আবার বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরছেন রোনালদিনহো, তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নয়। বার্সেলোনা লিজেন্ডসের হয়ে খেলবেন রিয়াল মাদ্রিদ লিজেন্ডস দলের বিপক্ষে। লেবাননের রাজধানী বৈরুতে প্রীতিম্যাচটা হবে আগামী ২৮ এপ্রিল।

পিএসজি থেকে ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদিনহো। কাতালানদের হয়ে সব ধরনের টুর্নামেন্টে ২০৭ ম্যাচে ৯৪ গোল তার। দুবার লা লিগা জিতেছেন, একবার (২০০৫-০৬) চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনাতে থাকার সময়েই দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার (২০০৪ ও ২০০৫) হয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরাদের একজন হিসেবে। ফুটবল ছেড়েছেন বেশ অনেক দিনই হলো।

গত মাসের শুরুতে বার্সেলোনা তাকে বানিয়েছে ক্লাবের শুভেচ্ছাদূত। ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের আবারও মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের সঙ্গে খেলবেন বার্সার সাবেকেরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথাও নিশ্চিত করেছিল বার্সা। ন্যু ক্যাম্প ও ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দুটি হবে এ বছর ৩০ জুন ও ২ সেপ্টেম্বর। ওই ম্যাচ দুটিতেও খেলতে পারেন রোনালদিনহো।

এর আগে গত বছর কোয়ের্তারোতে মেক্সিকোর বিপক্ষে একটা প্রীতিম্যাচ খেলেছিলেন বার্সা কিংবদন্তিরা। যে ম্যাচে ছিলেন রিস্টো স্টইচকভ, ভিতর বাইয়া, এডমিলসন ও রোনাল্ড ডি বোরের মতো কিংবদন্তিরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোনালদিনহো ছাড়া আর কে কে থাকতে পারেন, সেটি অবশ্য এখনো জানা যায়নি।

তবে যারাই খেলেন, ফুটবল-রোমান্টিকদের জন্য ম্যাচটা যে দারুণ ভীষণ নস্টালজিক হবে, তাতে সন্দেহ নেই। একে তো এল ক্লাসিকো, তাও আবার কিংবদন্তিদের নিয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে চকরিয়া থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা

রিয়াল-বার্সার লড়াইয়ে ফের রোনালদিনহো !

আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

বার্সেলোনার অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন রোনালদিনহো। জাদুকরী সব ড্রিবলিং, পাসিং দিয়ে মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের। সময়ের ব্যবধানে ছেড়েছেন প্রিয় ক্লাব বার্সেলোনাকেও। যে জার্সি পরেই ফুটবল বিশ্ব মাতিয়েছেন। হয়ে উঠেছেন কিংবদন্তিদের একজন। সেই বার্সেলোনার জার্সি গায়ে আবারও মাঠে ফিরছেন রোনালদিনহো, আর সেই লড়াইটাও হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

শিরোনাম দেখে ভ্রু কুঁচকালেও, সত্যিই আবার বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরছেন রোনালদিনহো, তবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে নয়। বার্সেলোনা লিজেন্ডসের হয়ে খেলবেন রিয়াল মাদ্রিদ লিজেন্ডস দলের বিপক্ষে। লেবাননের রাজধানী বৈরুতে প্রীতিম্যাচটা হবে আগামী ২৮ এপ্রিল।

পিএসজি থেকে ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদিনহো। কাতালানদের হয়ে সব ধরনের টুর্নামেন্টে ২০৭ ম্যাচে ৯৪ গোল তার। দুবার লা লিগা জিতেছেন, একবার (২০০৫-০৬) চ্যাম্পিয়নস লিগ। বার্সেলোনাতে থাকার সময়েই দুবার ফিফার বর্ষসেরা ফুটবলার (২০০৪ ও ২০০৫) হয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরাদের একজন হিসেবে। ফুটবল ছেড়েছেন বেশ অনেক দিনই হলো।

গত মাসের শুরুতে বার্সেলোনা তাকে বানিয়েছে ক্লাবের শুভেচ্ছাদূত। ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের আবারও মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে বার্সেলোনা। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের সঙ্গে খেলবেন বার্সার সাবেকেরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিদের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথাও নিশ্চিত করেছিল বার্সা। ন্যু ক্যাম্প ও ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দুটি হবে এ বছর ৩০ জুন ও ২ সেপ্টেম্বর। ওই ম্যাচ দুটিতেও খেলতে পারেন রোনালদিনহো।

এর আগে গত বছর কোয়ের্তারোতে মেক্সিকোর বিপক্ষে একটা প্রীতিম্যাচ খেলেছিলেন বার্সা কিংবদন্তিরা। যে ম্যাচে ছিলেন রিস্টো স্টইচকভ, ভিতর বাইয়া, এডমিলসন ও রোনাল্ড ডি বোরের মতো কিংবদন্তিরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোনালদিনহো ছাড়া আর কে কে থাকতে পারেন, সেটি অবশ্য এখনো জানা যায়নি।

তবে যারাই খেলেন, ফুটবল-রোমান্টিকদের জন্য ম্যাচটা যে দারুণ ভীষণ নস্টালজিক হবে, তাতে সন্দেহ নেই। একে তো এল ক্লাসিকো, তাও আবার কিংবদন্তিদের নিয়ে।