নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ১৮২ বল খেলে ১৩৬ রানে অপরাজিত আছেন তিনি।
মোরাতুয়ায় বৃহস্পতিবার টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ২৬ রানে সৌম্য সরকারের উইকেট হারায়। ২২ বল করে নয় রান সংগ্রহ করতে সক্ষম হন সৌম্য।
মুমিনুল হককে সঙ্গে নিয়ে ১৪৩ রানের জুটি গড়েন। মুমিনুল ৭৩ রান করে স্বেচ্ছা অবসর নেন। ২১ রান করে আউট হয়েছেন মুশফিকুর রহিম। তামিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান। ১৫ বল খেলে তার সংগ্রহ ১৫।
এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৯ ওভারে তিন উইকেটে ২৬৪।























































