পদত্যাগ করলেন ইংল্যান্ডের হেড কোচ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৭৩২ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাথু মট। ২০২২ সালের মে মাসে চার বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মট। তবে চুক্তির অর্ধেক সময় পার হতেই দায়িত্ব ছাড়লেন তিনি। মটের স্থলাভিষিক্ত হয়েছেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে।

৩০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এ তথ্য প্রকাশ করে।

দায়িত্ব নেওয়ার পরই ম্যাথু মটের অধীনে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে নাস্তানাবুদ হয়েছে ইংলিশরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়ে ৯ ম্যাচের মধ্যে জিতেছে কেবল ৩ ম্যাচে। বিশ্বকাপ শেষ করেছে ৭ম হয়ে।

সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে মটের ইংল্যান্ড। গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব সমীকরণ মিলিয়ে সুপার এইটে যায় ইংল্যান্ড। সেখানে ভালো করে চলে যায় সেমিতেও। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ভারত।

ম্যাথিউ মট সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় কোচের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের হাতে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাথিউ মট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইংল্যান্ডের হেড কোচ

আপডেট সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাথু মট। ২০২২ সালের মে মাসে চার বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মট। তবে চুক্তির অর্ধেক সময় পার হতেই দায়িত্ব ছাড়লেন তিনি। মটের স্থলাভিষিক্ত হয়েছেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে।

৩০ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এ তথ্য প্রকাশ করে।

দায়িত্ব নেওয়ার পরই ম্যাথু মটের অধীনে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে মুদ্রার উল্টো পিঠটাও দেখেছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে নাস্তানাবুদ হয়েছে ইংলিশরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়ে ৯ ম্যাচের মধ্যে জিতেছে কেবল ৩ ম্যাচে। বিশ্বকাপ শেষ করেছে ৭ম হয়ে।

সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে মটের ইংল্যান্ড। গ্রুপ পর্ব পার হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব সমীকরণ মিলিয়ে সুপার এইটে যায় ইংল্যান্ড। সেখানে ভালো করে চলে যায় সেমিতেও। তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় ভারত।

ম্যাথিউ মট সরে দাঁড়ানোয় তাঁর জায়গায় কোচের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিকের হাতে।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ম্যাথিউ মট।