প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত দারুণ ছন্দে আছে। সাথে আছে এর আগে ৮ বারের মধ্যে ৭ বারই ট্রফি ঘরে তোলার আত্মবিশ্বাস।
অন্যদিকে শিরোপার দিকে চোখ স্বাগতিক শ্রীলঙ্কারও। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর ফাইনাল জিতে ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী আতাপাত্তুরা।
শিরোপা নির্ধারণী ফাইনালে সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিক দল। অচিনি কুলাসুরিয়ার পরিবর্তে শচীনি নিশানশালা একাদশে ফিরেছেন।
ভারতের একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেণুকা সিং।
শ্রীলঙ্কা একাদশ: বিশমি গুনারত্নে, চামারি আথাপাথু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, কবিশা দিলহারি, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি (উইকেটরক্ষক), হাসিনি পেরেরা, সুগান্দিকা কুমারী, ইনোশি প্রিয়দর্শনী, উদেশিকা প্রবোধনী, নিশানানি, নিশানা।