মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

মিয়া খলিফার কাছে এক নামি ফুটবলারের ‘আবদার’!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমেরিকার বিখ্যাত ফুটবলার চ্যাড কেলি। তিনি অনেকদিনই লেবানিজ বংশোদ্ভুত মার্কিন পর্নোস্টার মিয়া খলিফাকে উত্যক্ত করে চলেছিলেন। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে এর আগেও দু’বার ‘মুতোড়’ জবাব পেয়েছিলেন পেন্টহাউজের তালিকায় একনম্বর পর্নোস্টার মিয়া খলিফার কাছ থেকে। তবে হাল না ছেড়ে চ্যাড কেলি তৃতীয়বারেও নিজের ‘ভাগ্য’ পরীক্ষা করে দেখেছিলেন মিয়ার কাছে। তবে পরিবর্তে অভিনব ‘শাস্তি’ জুটল তাঁর। বিরক্ত মিয়া কথোপকথনের পুরোটাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে দেন। মিয়া খলিফার ১৫ লাখ ফলোয়ারের সামনে ধরা পড়ে গিয়ে বেজায় অস্বস্তিকর পরিস্থিতির সামনে পড়ে গিয়েছেন তিনি। কী প্রস্তাব রেখেছিলেন তিনি মিয়ার কাছে?

গত বছর সেপ্টেম্বর মাসে পোস্ট করা কথোপকথনে দেখা গিয়েছে, প্রথমে চ্যাড কেলি আবদার করেছিলেন যেন মিয়া খলিফা তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন। তবে মিয়া খলিফা জানান, তিনি চ্যাড কেলিকে ফলো করছেন একটাই কারণে তা হল তিনি সেমিনোল দলের সমর্থক। পাশাপাশি তিনি চ্যাডকে পরামর্শ দেন খেলার ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য।

চ্যাড কেলি এরপর জানতে চান, তাঁর কী কী দুর্বলতা রয়েছে। মিয়া সাফ জানিয়ে দেন, লিগের বাইরে বিভিন্ন মহিলার ডিএম লুকিয়ে পড়া তাঁর সবথেকে বড় দুর্বলতা। সেইসময় রণে ভঙ্গ দিলেও চ্যাড কেলি খলিফাকে কয়েকদিন পরে বিদ্রুপ করে মেসেজ করেন, ‘আপনার পেশা কি জানতে পারি? মানে আপনার বায়োডেটা পাঠাবেন আমাকে?’ এরপর খলিফা রেগে গিয়ে বেশ কিছু উত্তেজিত মেসেজ করেন। তারপরেই পুরো চ্যাটটাই প্রকাশ্যে এনে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

মিয়া খলিফার কাছে এক নামি ফুটবলারের ‘আবদার’!

আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

আমেরিকার বিখ্যাত ফুটবলার চ্যাড কেলি। তিনি অনেকদিনই লেবানিজ বংশোদ্ভুত মার্কিন পর্নোস্টার মিয়া খলিফাকে উত্যক্ত করে চলেছিলেন। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে এর আগেও দু’বার ‘মুতোড়’ জবাব পেয়েছিলেন পেন্টহাউজের তালিকায় একনম্বর পর্নোস্টার মিয়া খলিফার কাছ থেকে। তবে হাল না ছেড়ে চ্যাড কেলি তৃতীয়বারেও নিজের ‘ভাগ্য’ পরীক্ষা করে দেখেছিলেন মিয়ার কাছে। তবে পরিবর্তে অভিনব ‘শাস্তি’ জুটল তাঁর। বিরক্ত মিয়া কথোপকথনের পুরোটাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে দেন। মিয়া খলিফার ১৫ লাখ ফলোয়ারের সামনে ধরা পড়ে গিয়ে বেজায় অস্বস্তিকর পরিস্থিতির সামনে পড়ে গিয়েছেন তিনি। কী প্রস্তাব রেখেছিলেন তিনি মিয়ার কাছে?

গত বছর সেপ্টেম্বর মাসে পোস্ট করা কথোপকথনে দেখা গিয়েছে, প্রথমে চ্যাড কেলি আবদার করেছিলেন যেন মিয়া খলিফা তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন। তবে মিয়া খলিফা জানান, তিনি চ্যাড কেলিকে ফলো করছেন একটাই কারণে তা হল তিনি সেমিনোল দলের সমর্থক। পাশাপাশি তিনি চ্যাডকে পরামর্শ দেন খেলার ভুল ত্রুটি শুধরে নেওয়ার জন্য।

চ্যাড কেলি এরপর জানতে চান, তাঁর কী কী দুর্বলতা রয়েছে। মিয়া সাফ জানিয়ে দেন, লিগের বাইরে বিভিন্ন মহিলার ডিএম লুকিয়ে পড়া তাঁর সবথেকে বড় দুর্বলতা। সেইসময় রণে ভঙ্গ দিলেও চ্যাড কেলি খলিফাকে কয়েকদিন পরে বিদ্রুপ করে মেসেজ করেন, ‘আপনার পেশা কি জানতে পারি? মানে আপনার বায়োডেটা পাঠাবেন আমাকে?’ এরপর খলিফা রেগে গিয়ে বেশ কিছু উত্তেজিত মেসেজ করেন। তারপরেই পুরো চ্যাটটাই প্রকাশ্যে এনে দেন।