শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

সেমিতে আফগানিস্তান, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিদায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৭৭৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। তাই আজ বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল আফগানদের।

এমন ম্যাচে খেলতে নেমে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। ডিএলএস মেথডে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৯ ওভারে ১১৪ রান। শান্ত-সাকিবদের হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেছে রশিদ খানের দল। এরই ধারাবাহিকতায় শ্বাসরুদ্ধকর ম্যাচে লাল-সবুজের দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১১৫ রান। ফলে শেষ চার নিশ্চিত করার করার জন্য ১১৬ রানের এই লক্ষ্য বাংলাদেশকে পেরিয়ে যেতে হতো ১২.১ ওভারে। তবে টাইগার ব্যাটাররা এ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় সুযোগ হারায় বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলেও ম্যাচে তখনো চলছিল টানটান উত্তেজনা। টাইগাররা ১২.১ ওভারে ১১৬ রান করতে না পারলেও লিটন দাসের প্রতিরোধে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল লাল-সবুজের দল। আর টাইগারদের জয় মানেই শেষ চার থেকে ছিটকে যাবে আফগানিস্তান, সেমিতে ভারতের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় বাংলাদেশকে অলআউট করতে আপ্রাণ লড়াই করেছেন আফগান বোলাররা। তবে রশিদ-নবীদের চেষ্টা প্রায় ব্যর্থই করে দিয়েছিলেন লিটন দাস। একপ্রান্তে যাওয়া-আসা চলতে থাকলেও অন্যপ্রান্তে টাইগার এই ওপেনার লড়াই করছিলেন একাই। আফগান বোলারদের সামলে দুর্দান্ত এক অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তার চেষ্টা।

জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান, অন্যদিকে আফগানদের প্রয়োজন ছিল কেবল দুই উইকেট। এমন সময়ে ১৮ তম ওভারের চতুর্থ বলে আউট হন তাসকিন। জয়ের জন্য টাইগারদের তখনো প্রয়োজন ৯ রান, হাতে আছে কেবল ১ উইকেট।

এমন সময়ে ক্রিজে লিটনের সঙ্গী হন মোস্তাফিজ। তবে পরের বলেই বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাভীন উল হক। আফগান এই পেসারের বলে বোল্ড হন মোস্তাফিজ। ফলে ৮ রানের দুর্দান্ত এক জয় পায় আফগানিস্তান, একই সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে রশিদ খানের দল।

এদিকে আফগানিস্তানের জয়ে সেমিফাইনালে যাওয়া হলো না অস্ট্রেলিয়ার। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গতকালই শেষ চার নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশকে হারিয়ে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হলেন রশিদ খানরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

সেমিতে আফগানিস্তান, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিদায়

আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। তাই আজ বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল আফগানদের।

এমন ম্যাচে খেলতে নেমে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। ডিএলএস মেথডে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৯ ওভারে ১১৪ রান। শান্ত-সাকিবদের হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেছে রশিদ খানের দল। এরই ধারাবাহিকতায় শ্বাসরুদ্ধকর ম্যাচে লাল-সবুজের দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১১৫ রান। ফলে শেষ চার নিশ্চিত করার করার জন্য ১১৬ রানের এই লক্ষ্য বাংলাদেশকে পেরিয়ে যেতে হতো ১২.১ ওভারে। তবে টাইগার ব্যাটাররা এ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় সুযোগ হারায় বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলেও ম্যাচে তখনো চলছিল টানটান উত্তেজনা। টাইগাররা ১২.১ ওভারে ১১৬ রান করতে না পারলেও লিটন দাসের প্রতিরোধে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল লাল-সবুজের দল। আর টাইগারদের জয় মানেই শেষ চার থেকে ছিটকে যাবে আফগানিস্তান, সেমিতে ভারতের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় বাংলাদেশকে অলআউট করতে আপ্রাণ লড়াই করেছেন আফগান বোলাররা। তবে রশিদ-নবীদের চেষ্টা প্রায় ব্যর্থই করে দিয়েছিলেন লিটন দাস। একপ্রান্তে যাওয়া-আসা চলতে থাকলেও অন্যপ্রান্তে টাইগার এই ওপেনার লড়াই করছিলেন একাই। আফগান বোলারদের সামলে দুর্দান্ত এক অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তার চেষ্টা।

জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান, অন্যদিকে আফগানদের প্রয়োজন ছিল কেবল দুই উইকেট। এমন সময়ে ১৮ তম ওভারের চতুর্থ বলে আউট হন তাসকিন। জয়ের জন্য টাইগারদের তখনো প্রয়োজন ৯ রান, হাতে আছে কেবল ১ উইকেট।

এমন সময়ে ক্রিজে লিটনের সঙ্গী হন মোস্তাফিজ। তবে পরের বলেই বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাভীন উল হক। আফগান এই পেসারের বলে বোল্ড হন মোস্তাফিজ। ফলে ৮ রানের দুর্দান্ত এক জয় পায় আফগানিস্তান, একই সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে রশিদ খানের দল।

এদিকে আফগানিস্তানের জয়ে সেমিফাইনালে যাওয়া হলো না অস্ট্রেলিয়ার। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গতকালই শেষ চার নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশকে হারিয়ে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হলেন রশিদ খানরা