নীলকন্ঠ ডেক্সঃ
অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কাছে যা একেবারেই মামুলি। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ ওভারেই ৫৯ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের ৭ ওভারের খেলা চলাকালীন দ্বিতীয়বারের মতো হানা দিয়েছে বৃষ্টি।
৬.২ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোরকার্ডে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান। ওয়ার্নার ৩২ আর হেড খেলছিলেন ৩৩ রান নিয়ে। বাংলাদেশ থেকে এখন ২৯ রানে এগিয়ে আছে অজিরা। এই মুহূর্তে পার স্কোর ৩৫। আর যদি খেলা শুরু করা না যায় তাহলে ডিএলএস মেথডে জয় পাবে অস্ট্রেলিয়া।
এর আগে বৃষ্টির কারণে টসেও বিলম্ব হয়েছিল। তবে অল্প কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাওয়ার কারণে ভালোমতোই টস করতে পেরেছিল দুদল। বাংলাদেশের ইনিংসের সময় আরো বৃষ্টির দেখা মেলেনি। তাওহীদ হৃদয় আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে ৮ উইকেটে ১৪০ রান তোলো বাংলাদেশ।