নিউজ ডেস্ক:তাৎক্ষণিকভাবে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী জাগ্রেবের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
ক্রোয়েশিয়ায় আঘাত হানা ভূমিকম্প প্রতিবেশি সাইবেরিয়া এবং বসনিয়ায়ও অনুভূত হয়েছে।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, দেশটির রাজধানী জাগ্রেব থেকে ১৭ মাইল দূরের পূর্বদক্ষিণাঞ্চলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।
তাৎক্ষণিকভাবে জানানো হয়, ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়ির ছাড় ধসে পড়েছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। সম্পূর্ণভাবে ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।ক্রোয়েশিয়া রেড ক্রস জানায়, তারা পেট্রিঞ্জায় ভূমিকম্পে আক্রান্তদের সহায়তায় সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভূতত্ত্ববিজ্ঞানী স্টিফেন হিকস এক টুইট বার্তায় জানান, শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।