শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

মেসিদের মাঠে যেতে চাইছে না নাপোলি !

  • আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্পেনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক নাপোলি শিবিরে। বার্সেলোনায় গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রাজি নয় তারা। ইটালির বিখ্যাত এই ক্লাব চায়, ম্যাচ সরিয়ে নেওয়া হোক লিসবন বা জার্মানিতে। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মানিতে ইউরোপা লিগের চূড়ান্ত পর্বের খেলা হবে। বার্সেলোনায় খেলা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ উগরে দিয়েছেন নাপোলির মালিক ও প্রেসিডেন্ট আউরেলিয়ো দি লরিয়েন্তিস। তিনি বলেছেন, ‘‘স্পেন থেকে ভয়ঙ্কর সব খবর কানে আসছে! অথচ ওরা এমন একটা ভান করছে, যেন কিছুই হয়নি। আমাদের এখন একটা কথাই মনে হচ্ছে, কোনও ভাবেই বার্সেলোনায় গিয়ে খেলা ঠিক হবে না! তার থেকে পর্তুগাল, জার্মানি বা জেনিভায় খেলা অনেক নিরাপদ।’’

ক্যাম্প ন্যু-তে নাপোলি বনাম বার্সা ম্যাচ হওয়ার কথা ৮ অগস্ট। শেষ ষোলোয় দু’দলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে। যারা জিতবে তারা পর্তুগালে কোয়ার্টার ফাইনালে খেলবে। ক্যাটালোনিয়া সরকার অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে বলে দু’দলের সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা দেখছে না। নানা আশ্বাসও তারা দিয়ে যাচ্ছে। কিন্তু নাপোলি প্রেসিডেন্ট কোনও আশ্বাসেই বিশ্বাস রাখছেন না। বলেছেন, ‘‘ওরা (উয়েফা) তো আগেই ঠিক করেছে, চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব পর্তুগা‌লে করবে। আর ইউরোপা লিগ জার্মানিতে। আমরা চাই এই দু’দেশের যে কোনও জায়গায় খেলতে। তাতে আমাদের কোনও সমস্যা নেই।’’ আতঙ্কিত প্রেসিডেন্ট যোগ করেছেন, ‘‘আমার মাথাতেই আসছে না এত বড় সমস্যার মধ্যে থাকা একটা শহরে গিয়ে আমাদের কেন খেলতে বাধ্য করা হচ্ছে!’’

স্পেনে পরিস্থিতি যাই হোক, উয়েফা কিন্তু এখনও ম্যাচ বার্সেলোনাতে করার সিদ্ধান্তে অবিচল রয়েছে। ক্যাটালোনিয়ার সরকারও বার বার বলে যাচ্ছে, এই ম্যাচ ঘিরে কোথাও কোনও ঝুঁকি নেই। তবে নাপোলি প্রেসিডেন্টের বিস্ফোরক বিবৃতির পরে ছবিটা অন্য রকম হয় কি না সেটাই এখন দেখার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

মেসিদের মাঠে যেতে চাইছে না নাপোলি !

আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

নিউজ ডেস্ক:

স্পেনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক নাপোলি শিবিরে। বার্সেলোনায় গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রাজি নয় তারা। ইটালির বিখ্যাত এই ক্লাব চায়, ম্যাচ সরিয়ে নেওয়া হোক লিসবন বা জার্মানিতে। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মানিতে ইউরোপা লিগের চূড়ান্ত পর্বের খেলা হবে। বার্সেলোনায় খেলা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ উগরে দিয়েছেন নাপোলির মালিক ও প্রেসিডেন্ট আউরেলিয়ো দি লরিয়েন্তিস। তিনি বলেছেন, ‘‘স্পেন থেকে ভয়ঙ্কর সব খবর কানে আসছে! অথচ ওরা এমন একটা ভান করছে, যেন কিছুই হয়নি। আমাদের এখন একটা কথাই মনে হচ্ছে, কোনও ভাবেই বার্সেলোনায় গিয়ে খেলা ঠিক হবে না! তার থেকে পর্তুগাল, জার্মানি বা জেনিভায় খেলা অনেক নিরাপদ।’’

ক্যাম্প ন্যু-তে নাপোলি বনাম বার্সা ম্যাচ হওয়ার কথা ৮ অগস্ট। শেষ ষোলোয় দু’দলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে। যারা জিতবে তারা পর্তুগালে কোয়ার্টার ফাইনালে খেলবে। ক্যাটালোনিয়া সরকার অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে বলে দু’দলের সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা দেখছে না। নানা আশ্বাসও তারা দিয়ে যাচ্ছে। কিন্তু নাপোলি প্রেসিডেন্ট কোনও আশ্বাসেই বিশ্বাস রাখছেন না। বলেছেন, ‘‘ওরা (উয়েফা) তো আগেই ঠিক করেছে, চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব পর্তুগা‌লে করবে। আর ইউরোপা লিগ জার্মানিতে। আমরা চাই এই দু’দেশের যে কোনও জায়গায় খেলতে। তাতে আমাদের কোনও সমস্যা নেই।’’ আতঙ্কিত প্রেসিডেন্ট যোগ করেছেন, ‘‘আমার মাথাতেই আসছে না এত বড় সমস্যার মধ্যে থাকা একটা শহরে গিয়ে আমাদের কেন খেলতে বাধ্য করা হচ্ছে!’’

স্পেনে পরিস্থিতি যাই হোক, উয়েফা কিন্তু এখনও ম্যাচ বার্সেলোনাতে করার সিদ্ধান্তে অবিচল রয়েছে। ক্যাটালোনিয়ার সরকারও বার বার বলে যাচ্ছে, এই ম্যাচ ঘিরে কোথাও কোনও ঝুঁকি নেই। তবে নাপোলি প্রেসিডেন্টের বিস্ফোরক বিবৃতির পরে ছবিটা অন্য রকম হয় কি না সেটাই এখন দেখার।