শিরোনাম :
Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব Logo ভোলার মুহাদ্দিস নোমানী হত্যার বিচারে ইবিতে মানববন্ধন Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ছিনতাই, শঙ্কিত শিক্ষার্থীরা Logo আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য Logo সিরাজগঞ্জে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর সদর হাসপাতালের সম্প্রসারিত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের উদ্বোধন Logo শেখহাসিনার ছাত্রলীগ যেই দুঃসাহস করতে পারেনি, সেই দুঃসাহস ২৪-পরবর্তী বাংলাদেশে এখন ছাত্রদল করা শুরু করেছে, পঞ্চগড়ে -সারজিস Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

মেসিদের মাঠে যেতে চাইছে না নাপোলি !

  • আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্পেনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক নাপোলি শিবিরে। বার্সেলোনায় গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রাজি নয় তারা। ইটালির বিখ্যাত এই ক্লাব চায়, ম্যাচ সরিয়ে নেওয়া হোক লিসবন বা জার্মানিতে। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মানিতে ইউরোপা লিগের চূড়ান্ত পর্বের খেলা হবে। বার্সেলোনায় খেলা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ উগরে দিয়েছেন নাপোলির মালিক ও প্রেসিডেন্ট আউরেলিয়ো দি লরিয়েন্তিস। তিনি বলেছেন, ‘‘স্পেন থেকে ভয়ঙ্কর সব খবর কানে আসছে! অথচ ওরা এমন একটা ভান করছে, যেন কিছুই হয়নি। আমাদের এখন একটা কথাই মনে হচ্ছে, কোনও ভাবেই বার্সেলোনায় গিয়ে খেলা ঠিক হবে না! তার থেকে পর্তুগাল, জার্মানি বা জেনিভায় খেলা অনেক নিরাপদ।’’

ক্যাম্প ন্যু-তে নাপোলি বনাম বার্সা ম্যাচ হওয়ার কথা ৮ অগস্ট। শেষ ষোলোয় দু’দলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে। যারা জিতবে তারা পর্তুগালে কোয়ার্টার ফাইনালে খেলবে। ক্যাটালোনিয়া সরকার অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে বলে দু’দলের সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা দেখছে না। নানা আশ্বাসও তারা দিয়ে যাচ্ছে। কিন্তু নাপোলি প্রেসিডেন্ট কোনও আশ্বাসেই বিশ্বাস রাখছেন না। বলেছেন, ‘‘ওরা (উয়েফা) তো আগেই ঠিক করেছে, চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব পর্তুগা‌লে করবে। আর ইউরোপা লিগ জার্মানিতে। আমরা চাই এই দু’দেশের যে কোনও জায়গায় খেলতে। তাতে আমাদের কোনও সমস্যা নেই।’’ আতঙ্কিত প্রেসিডেন্ট যোগ করেছেন, ‘‘আমার মাথাতেই আসছে না এত বড় সমস্যার মধ্যে থাকা একটা শহরে গিয়ে আমাদের কেন খেলতে বাধ্য করা হচ্ছে!’’

স্পেনে পরিস্থিতি যাই হোক, উয়েফা কিন্তু এখনও ম্যাচ বার্সেলোনাতে করার সিদ্ধান্তে অবিচল রয়েছে। ক্যাটালোনিয়ার সরকারও বার বার বলে যাচ্ছে, এই ম্যাচ ঘিরে কোথাও কোনও ঝুঁকি নেই। তবে নাপোলি প্রেসিডেন্টের বিস্ফোরক বিবৃতির পরে ছবিটা অন্য রকম হয় কি না সেটাই এখন দেখার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

মেসিদের মাঠে যেতে চাইছে না নাপোলি !

আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২০

নিউজ ডেস্ক:

স্পেনে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্ক নাপোলি শিবিরে। বার্সেলোনায় গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রাজি নয় তারা। ইটালির বিখ্যাত এই ক্লাব চায়, ম্যাচ সরিয়ে নেওয়া হোক লিসবন বা জার্মানিতে। লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মানিতে ইউরোপা লিগের চূড়ান্ত পর্বের খেলা হবে। বার্সেলোনায় খেলা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ উগরে দিয়েছেন নাপোলির মালিক ও প্রেসিডেন্ট আউরেলিয়ো দি লরিয়েন্তিস। তিনি বলেছেন, ‘‘স্পেন থেকে ভয়ঙ্কর সব খবর কানে আসছে! অথচ ওরা এমন একটা ভান করছে, যেন কিছুই হয়নি। আমাদের এখন একটা কথাই মনে হচ্ছে, কোনও ভাবেই বার্সেলোনায় গিয়ে খেলা ঠিক হবে না! তার থেকে পর্তুগাল, জার্মানি বা জেনিভায় খেলা অনেক নিরাপদ।’’

ক্যাম্প ন্যু-তে নাপোলি বনাম বার্সা ম্যাচ হওয়ার কথা ৮ অগস্ট। শেষ ষোলোয় দু’দলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে। যারা জিতবে তারা পর্তুগালে কোয়ার্টার ফাইনালে খেলবে। ক্যাটালোনিয়া সরকার অবশ্য ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ হবে বলে দু’দলের সংক্রমিত হওয়ার কোনও সম্ভাবনা দেখছে না। নানা আশ্বাসও তারা দিয়ে যাচ্ছে। কিন্তু নাপোলি প্রেসিডেন্ট কোনও আশ্বাসেই বিশ্বাস রাখছেন না। বলেছেন, ‘‘ওরা (উয়েফা) তো আগেই ঠিক করেছে, চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্ব পর্তুগা‌লে করবে। আর ইউরোপা লিগ জার্মানিতে। আমরা চাই এই দু’দেশের যে কোনও জায়গায় খেলতে। তাতে আমাদের কোনও সমস্যা নেই।’’ আতঙ্কিত প্রেসিডেন্ট যোগ করেছেন, ‘‘আমার মাথাতেই আসছে না এত বড় সমস্যার মধ্যে থাকা একটা শহরে গিয়ে আমাদের কেন খেলতে বাধ্য করা হচ্ছে!’’

স্পেনে পরিস্থিতি যাই হোক, উয়েফা কিন্তু এখনও ম্যাচ বার্সেলোনাতে করার সিদ্ধান্তে অবিচল রয়েছে। ক্যাটালোনিয়ার সরকারও বার বার বলে যাচ্ছে, এই ম্যাচ ঘিরে কোথাও কোনও ঝুঁকি নেই। তবে নাপোলি প্রেসিডেন্টের বিস্ফোরক বিবৃতির পরে ছবিটা অন্য রকম হয় কি না সেটাই এখন দেখার।