ঝিনাইদহের গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাত দলের হানা

0
28

ট্রাকে করে ৮টি গরু, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
নিউজ ডেস্ক:
করোনা মাহামারির সুযোগে ঝিনাইদহ জেলায় অপরাধ প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে। চুরি-ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দিন দিন জেলায় বৃদ্ধি পাচ্ছে। শৈলকুপার দুলালপুর গ্রামের পর এবার ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে সুলতান মিয়া নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় কৃষকের ৮টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, বিদেশী কম্বলসহ মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, গেল রাত আড়াইটার দিকে ট্রাক ও পিকআপ নিয়ে একদল ডাকাত পুলিশ পরিচয়ে কৃষক সুলতান মিয়ার বাড়িতে ঢোকে। এ সময় তারা বাড়ির ৭ সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে। পরে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন লুটে নেয়। প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়। এরপর গোয়াল থেকে ৮টি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। সকালে তারা রুমের জানালা ভেঙে বাইরে এসে প্রতিবেশীদের খবর দেয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।