বুধবার | ৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল

গাংনীর লিচু বাগানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২০
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : গাংনী উপজেলার কাজিপুরে লিচু বাগানের মালিকানা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হচ্ছেন কাজিপুর গ্রামের ডাবলু হোসেন (৪০) ও প্রতিবেশী সাহেবনগর গ্রামের সানারুল ইসলাম (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের গোলাম বাজারের পাশে তিন বিঘা জমিতে লিচু বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আদালত নিহত ডাবলু হোসেনের পক্ষে রায় প্রদান করেন।

তবে অপর পক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেননি। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে দুইপক্ষের দুইজন নিহত হন। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের খবির হোসেন জমির ক্রয়কৃত মালিক।

কিন্তু ওই জমি দখলের জন্য একই গ্রামের ছানোয়ার আলীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে লিচু বাগানেই দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ছানোয়ার আলী ও ডাবলু নামের দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত খবির হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

গাংনীর লিচু বাগানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত

আপডেট সময় : ০৩:১০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৭ মে ২০২০

নিউজ ডেস্ক : গাংনী উপজেলার কাজিপুরে লিচু বাগানের মালিকানা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হচ্ছেন কাজিপুর গ্রামের ডাবলু হোসেন (৪০) ও প্রতিবেশী সাহেবনগর গ্রামের সানারুল ইসলাম (৩৮)। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর গ্রামের গোলাম বাজারের পাশে তিন বিঘা জমিতে লিচু বাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আদালত নিহত ডাবলু হোসেনের পক্ষে রায় প্রদান করেন।

তবে অপর পক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেননি। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে দুইপক্ষের দুইজন নিহত হন। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের খবির হোসেন জমির ক্রয়কৃত মালিক।

কিন্তু ওই জমি দখলের জন্য একই গ্রামের ছানোয়ার আলীর মধ্যে বিরোধ চলছিল। শনিবার বিকেলে লিচু বাগানেই দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের ছানোয়ার আলী ও ডাবলু নামের দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত খবির হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।