বুধবার | ৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক’শ বস্তা পঁচা চালসহ গোডাউন সিলগালা ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২০
  • ৭৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অন্নপূর্ণা রাইস মিলের মালিক অশোক সাহাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গোডাউনে অভিযান চালিয়ে এক’শ বস্তা পঁচা চালসহ গোডাউন সিলগালা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার চাল ব্যবসায়ী অশোক সাহা। করোনা প্রাদুর্ভাবের এমন সংকটকালে চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলি ও থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির অশোক সাহার গোডাউনে তল্লাশি করেন। এ সময় সেখান থেকে এক’শ বস্তা পঁচা চালের সন্ধান পায় প্রশাসন। এ ঘটনায় গোডাউন মালিক অশোক সাহাকে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে গোডাউনে থাকা এক’শ বস্তা পঁচা চালসহ ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, গত শনিবার আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের পাশে জিকে ক্যানেলে সরকারী বস্তা ভর্তি ৫০ বস্তা চাল ফেলে রাখে দুর্বৃত্তরা। সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও ওসিএলএসডি ফুডসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারি বস্তা ভর্তি চাল নষ্ট করে ফেলে দেয়ার ঘটনা তদন্তে মাঠে নামে প্রশাসন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’তে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক’শ বস্তা পঁচা চালসহ গোডাউন সিলগালা ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৫:১৭:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১০ মে ২০২০

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অন্নপূর্ণা রাইস মিলের মালিক অশোক সাহাকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার গোডাউনে অভিযান চালিয়ে এক’শ বস্তা পঁচা চালসহ গোডাউন সিলগালা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার চাল ব্যবসায়ী অশোক সাহা। করোনা প্রাদুর্ভাবের এমন সংকটকালে চাল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলি ও থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবির অশোক সাহার গোডাউনে তল্লাশি করেন। এ সময় সেখান থেকে এক’শ বস্তা পঁচা চালের সন্ধান পায় প্রশাসন। এ ঘটনায় গোডাউন মালিক অশোক সাহাকে ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদয়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে গোডাউনে থাকা এক’শ বস্তা পঁচা চালসহ ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, গত শনিবার আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের পাশে জিকে ক্যানেলে সরকারী বস্তা ভর্তি ৫০ বস্তা চাল ফেলে রাখে দুর্বৃত্তরা। সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি ও ওসিএলএসডি ফুডসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারি বস্তা ভর্তি চাল নষ্ট করে ফেলে দেয়ার ঘটনা তদন্তে মাঠে নামে প্রশাসন।