নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর রোড়ের নাটিমা গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর-যাদবপুর রোড়ের নাটিমা গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)। মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, ৩ জন মোটরসাইকেলে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ওই ৩ জন গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।