চুয়াডাঙ্গায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

0
23

নিউজ ডেস্ক:জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে চুয়াডাঙ্গায় কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। এদিকে, কর্মসূচি চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা মানুষ চরম দুর্ভোগে পড়ে। গতকাল বুধবার বাকাসস চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কর্মবিরতি কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বাকাসস-এর চুয়াডাঙ্গায় জেলা শাখার সদস্য সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হামিদুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটি কোয়েরি দিয়ে বিভাগী, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করা সংক্রান্ত দাবি বাস্তবায়নে দীর্ঘ দিন থেকে সময়ক্ষেপণ করে আসছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মবিরতি শুরু করেছি। ২০ তারিখ থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করে ২০ ও ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চার ঘণ্টা এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।’