ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ টাইগারদের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকা ত্যাগ করেছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দেন তারা।

পশ্চিমবঙ্গের রাজধনাীতে পৌছনোর পর বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা।এদিকে, কলকাতা থেকে রওনা দেওয়ার ২ ঘন্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছবে মুশফিক-তামিম-সাকিবরা। এরপর প্রথম দুই দিন বিশ্রাম নেবেন টাইগাররা। যদিও এ সময়ে ঐচ্ছিক অনুশীলন রয়েছে তাদের। এরপর ৫ ফেব্রুয়ারি সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, ও শুভাশিস রায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ টাইগারদের !

আপডেট সময় : ০৫:৫৯:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকা ত্যাগ করেছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দেন তারা।

পশ্চিমবঙ্গের রাজধনাীতে পৌছনোর পর বিকেল সাড়ে ৩টায় ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা করবে টাইগাররা।এদিকে, কলকাতা থেকে রওনা দেওয়ার ২ ঘন্টা ১০ মিনিট বিমান ভ্রমণের পর হায়দরাবাদে পৌঁছবে মুশফিক-তামিম-সাকিবরা। এরপর প্রথম দুই দিন বিশ্রাম নেবেন টাইগাররা। যদিও এ সময়ে ঐচ্ছিক অনুশীলন রয়েছে তাদের। এরপর ৫ ফেব্রুয়ারি সেচুন্দেরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ম্যাচ শেষে ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মুশফিকদের।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, ও শুভাশিস রায়।