চুয়াডাঙ্গা জেলার ৫৬টি কেন্দ্রে এ বছর পরীক্ষার্থী ২২ হাজার ৪৫৩ জন
নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা। দেশের ৭ হাজার ৪১০টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে এ পরীক্ষা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী এবারের সমাপনীতে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিকের ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন এবং ইবতেদায়িতে ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন রয়েছে। এ বছর ছাত্রদের থেকে ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন বেশি ছাত্রী সমাপনীতে বসবে। এবার বিশেষ চাহিদা সম্পন্ন ৩ হাজার ২৯৪ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে। যারা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। এছাড়া বিদেশের ১২টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার মোট ৫৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে ২২ হাজার ৪৫৩ জন প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থী। এর মধ্য প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসিতে) ২০ হাজার ৯৩৫ ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসিতে) ১ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ করবে এবং কোন পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে না বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।’