শুক্রবার | ১৬ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীকে স্কুলব্যাগ উপহার Logo রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ Logo ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

চাঁদপুরের কচুয়া উপজেলার ২৫ নং সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। জরাজীর্ণ ভবন, বাউন্ডারি ওয়াল না থাকা, মাটি ভরাটের অভাব এবং ওয়াশ ব্লকের সংকটে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলেই শ্রেণিকক্ষ ভিজে যায়, ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে এখানে ২০৬ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। কিন্তু নতুন ভবন না থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চারদিকে বাউন্ডারি ওয়াল না থাকায় গরু-ছাগল বিদ্যালয়ে প্রবেশ করে গাছপালা নষ্ট করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন মিয়াজী জানান, বহুবার নতুন ভবনের জন্য আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠ নিতে হয়। তারা দ্রুত নতুন ভবন, ওয়াশ ব্লক এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান।
স্থানীয় এলাকাবাসীও জানান, বিদ্যালয়টি এলাকার একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ দীর্ঘদিন ধরে এটি নানা সমস্যার মধ্যে রয়েছে। তারা দ্রুত সমস্যাগুলোর সমাধান চান।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের নতুন ভবন ও অন্যান্য সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি আগামী অর্থবছরে বাস্তবায়ন হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে বিএনপিপন্থী শিক্ষককে ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শাখা ছাত্রদলের

নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

আপডেট সময় : ০৫:৪৭:৩৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
চাঁদপুরের কচুয়া উপজেলার ২৫ নং সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। জরাজীর্ণ ভবন, বাউন্ডারি ওয়াল না থাকা, মাটি ভরাটের অভাব এবং ওয়াশ ব্লকের সংকটে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলেই শ্রেণিকক্ষ ভিজে যায়, ফলে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফল অর্জন করে আসছে। বর্তমানে এখানে ২০৬ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক রয়েছেন। কিন্তু নতুন ভবন না থাকায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চারদিকে বাউন্ডারি ওয়াল না থাকায় গরু-ছাগল বিদ্যালয়ে প্রবেশ করে গাছপালা নষ্ট করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন মিয়াজী জানান, বহুবার নতুন ভবনের জন্য আবেদন করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষার্থীরা জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠ নিতে হয়। তারা দ্রুত নতুন ভবন, ওয়াশ ব্লক এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান।
স্থানীয় এলাকাবাসীও জানান, বিদ্যালয়টি এলাকার একমাত্র প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ দীর্ঘদিন ধরে এটি নানা সমস্যার মধ্যে রয়েছে। তারা দ্রুত সমস্যাগুলোর সমাধান চান।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ের নতুন ভবন ও অন্যান্য সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি আগামী অর্থবছরে বাস্তবায়ন হবে।