শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

স্টোইনিস বীরত্বেও অস্ট্রেলিয়ার পরাজয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চ্যাপেল-হ্যাডলি ট্রফি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়া ৬ রানে হেরে গেছে। যার ফলে নিউজিল্যান্ড সিরিজে ১-০ তে এগিয়ে গেল। তবে অজিদের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মার্কাস স্টোইনিস তার অসাধারন ব্যাটিংয়ে পুরো ম্যাচের আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন।

স্বাগতিক নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৬ রান। জবাবে ৪৭ ওভারে ২৮০ রানে থেমে যায় অজিদের ইনিংস।

কিউইদের হয়ে  ওপেনার গাপটিলের ব্যাট থেকে আসে ৬১ রান। তার ৭৩ বলের ইনিংসে ছিল আটটি বাউন্ডারির মার। কিউইদের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৩ রান আসে নেইল ব্রুমের ব্যাট থেকে। ৭৫ বল মোকাবেলা করা এই ব্যাটসম্যানের উইলো থেকে ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার আসে। এছাড়া জেমস নিশাম ৪৫ বলে করেন ৪৮ রান।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন মার্কাস স্টোইনিস। দুটি উইকেট পান প্যাট কামিন্স। আর একটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস ফকনার এবং ট্রাভিস হেড।

২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজিদের টপঅর্ডার ভালো করতে পারেনি। জবাবে শুরু থেকেই কোণঠাসা অস্ট্রেলিয়া। প্রথমসারির ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ। মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। একশো রানের গন্ডি পেরোবে পারবে কিনা তা নিয়েই সংশয় ছিল। কিন্তু সেখান থেকেই যেন দুরন্ত লড়াই শুরু হল স্টোইনিসের। জীবনের দ্বিতীয় একদিনের ম্যাচেই বিপর্যয়ের মুখে কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করলেন। একটু সেট হতেই ব্যাটে উঠল দুরন্ত ঝড়। যে ম্যাচে হার ছিল অবধারিত, সেই ম্যাচকে দুরন্ত লড়াইয়ের জায়গায় এনে দিলেন। অস্ট্রেলিয়া আমল ২৮০ রানে, অর্থাৎ জয় থেকে মাত্র ৬ রান দূরে। স্টোইনিস ১১৭ বল খেলে অপরাজিত থাকেন ১৪৬ রান নিয়ে। তার ইনিংসে ছিল ১১টি ছক্কার মার, ছিল ৯টি বাউন্ডারি। তবে, দলকে জেতাতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় অজি এই ২৭ বছর বয়সী উঠতি তারকাকে।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট দখল করেন মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং লুকি ফার্গুসন। আগামী ২ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টোইনিস বীরত্বেও অস্ট্রেলিয়ার পরাজয় !

আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

চ্যাপেল-হ্যাডলি ট্রফি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়া ৬ রানে হেরে গেছে। যার ফলে নিউজিল্যান্ড সিরিজে ১-০ তে এগিয়ে গেল। তবে অজিদের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মার্কাস স্টোইনিস তার অসাধারন ব্যাটিংয়ে পুরো ম্যাচের আলো নিজের দিকে টেনে নিয়েছিলেন।

স্বাগতিক নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৬ রান। জবাবে ৪৭ ওভারে ২৮০ রানে থেমে যায় অজিদের ইনিংস।

কিউইদের হয়ে  ওপেনার গাপটিলের ব্যাট থেকে আসে ৬১ রান। তার ৭৩ বলের ইনিংসে ছিল আটটি বাউন্ডারির মার। কিউইদের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৩ রান আসে নেইল ব্রুমের ব্যাট থেকে। ৭৫ বল মোকাবেলা করা এই ব্যাটসম্যানের উইলো থেকে ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার আসে। এছাড়া জেমস নিশাম ৪৫ বলে করেন ৪৮ রান।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন মার্কাস স্টোইনিস। দুটি উইকেট পান প্যাট কামিন্স। আর একটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জেমস ফকনার এবং ট্রাভিস হেড।

২৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজিদের টপঅর্ডার ভালো করতে পারেনি। জবাবে শুরু থেকেই কোণঠাসা অস্ট্রেলিয়া। প্রথমসারির ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ। মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। একশো রানের গন্ডি পেরোবে পারবে কিনা তা নিয়েই সংশয় ছিল। কিন্তু সেখান থেকেই যেন দুরন্ত লড়াই শুরু হল স্টোইনিসের। জীবনের দ্বিতীয় একদিনের ম্যাচেই বিপর্যয়ের মুখে কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করলেন। একটু সেট হতেই ব্যাটে উঠল দুরন্ত ঝড়। যে ম্যাচে হার ছিল অবধারিত, সেই ম্যাচকে দুরন্ত লড়াইয়ের জায়গায় এনে দিলেন। অস্ট্রেলিয়া আমল ২৮০ রানে, অর্থাৎ জয় থেকে মাত্র ৬ রান দূরে। স্টোইনিস ১১৭ বল খেলে অপরাজিত থাকেন ১৪৬ রান নিয়ে। তার ইনিংসে ছিল ১১টি ছক্কার মার, ছিল ৯টি বাউন্ডারি। তবে, দলকে জেতাতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় অজি এই ২৭ বছর বয়সী উঠতি তারকাকে।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট দখল করেন মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং লুকি ফার্গুসন। আগামী ২ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।