শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় মেসি: ম্যারাডোনা

  • আপডেট সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। আর দুই আর্জেন্টাইন নায়কের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। এবার মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে কটাক্ষ করলেন ম্যারাডোনা।

‘লা আল্টিমা প্যালাব্রা’ নামের এক টিভি অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা অনুজ মেসির উদ্দেশে বলেছেন, ‘মেসি মাঠে নামার আগে কারও সঙ্গেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সঙ্গেও আলোচনাও করে না। তাদের সঙ্গে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি। ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে আপনি কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবেন না।’

ম্যারাডোনা কখনোই নেতা মেসিকে মেনে নিতে পারেননি। আগেও বহুবার বলেছেন মেসি দলকে অনুপ্রাণিত করতে পারেন না। এবার আরও আক্রমণাত্মক ম্যারাডোনা। ১৯৮৬ সালের মহানায়কের এমন কটাক্ষ বার্সেলোনার মহাতারকার কানে নিশ্চয়ই পৌঁছেছে। মেসি অবশ্য আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ককে জবাব দেননি।

ফুটবল-বিশ্বে মেসিকে ‘ঈশ্বর’ বলা হয়। কিন্তু ম্যারাডোনা তাদের সঙ্গে সহমত পোষণ করেননি। ‘এলএম ১০’ সম্পর্কে বলেছেন, ‘মেসি আর্জেন্টিনার একজন প্লেয়ার। ঈশ্বর নন।’ মেসি সম্পর্কে কড়া মন্তব্য করলেও বাস্তবকে উপেক্ষা করছেন না ম্যারাডোনা। মেসির উপর থেকে চাপ সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। চাপমুক্ত মেসিকে পেতে হলে তার উপর থেকে নেতৃত্বের বোঝা সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন ম্যারাডোনা।

তিনি বলেন, ‘মেসির কাছ থেকে নেতৃত্ব সরিয়ে নিতে হবে। আমরা সবাই চাই ও মেসি হিসেবেই খেলুক। কারণ নেতৃত্ব থাকলে মেসি কোনওদিনই মেসি হয়ে খেলতে পারবে না।’ কখনও বাস্তবকে তুলে ধরে মেসির পাশে থাকার চেষ্টা আবার কখনও নখ-দাঁত বের করে অনুজকে তীব্র আক্রমণ- ম্যারাডোনা আর মেসি যে এখন দু’মেরুতে তা স্পষ্ট মেক্সিকোয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায় মেসি: ম্যারাডোনা

আপডেট সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

নিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসি এবং দিয়েগো ম্যারাডোনার সম্পর্ক খারাপ হতে শুরু করে। আর দুই আর্জেন্টাইন নায়কের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। এবার মেক্সিকোয় একটি টিভি অনুষ্ঠানে মেসিকে কটাক্ষ করলেন ম্যারাডোনা।

‘লা আল্টিমা প্যালাব্রা’ নামের এক টিভি অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা অনুজ মেসির উদ্দেশে বলেছেন, ‘মেসি মাঠে নামার আগে কারও সঙ্গেই কথাবার্তা বলে না। মাঠে নেমেই নেতৃত্ব বুঝে নিতে চায়। খেলার আগে সতীর্থ বা কোচের সঙ্গেও আলোচনাও করে না। তাদের সঙ্গে আলোচনার থেকে প্লে স্টেশনে খেলতেই বেশি পছন্দ করে মেসি। ম্যাচের আগে যে মানুষটা ২০ বার বাথরুমে যায়, তাকে আপনি কখনোই নেতা হিসেবে মেনে নিতে পারবেন না।’

ম্যারাডোনা কখনোই নেতা মেসিকে মেনে নিতে পারেননি। আগেও বহুবার বলেছেন মেসি দলকে অনুপ্রাণিত করতে পারেন না। এবার আরও আক্রমণাত্মক ম্যারাডোনা। ১৯৮৬ সালের মহানায়কের এমন কটাক্ষ বার্সেলোনার মহাতারকার কানে নিশ্চয়ই পৌঁছেছে। মেসি অবশ্য আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়ককে জবাব দেননি।

ফুটবল-বিশ্বে মেসিকে ‘ঈশ্বর’ বলা হয়। কিন্তু ম্যারাডোনা তাদের সঙ্গে সহমত পোষণ করেননি। ‘এলএম ১০’ সম্পর্কে বলেছেন, ‘মেসি আর্জেন্টিনার একজন প্লেয়ার। ঈশ্বর নন।’ মেসি সম্পর্কে কড়া মন্তব্য করলেও বাস্তবকে উপেক্ষা করছেন না ম্যারাডোনা। মেসির উপর থেকে চাপ সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন তিনি। চাপমুক্ত মেসিকে পেতে হলে তার উপর থেকে নেতৃত্বের বোঝা সরিয়ে নেওয়া উচিত বলেই মনে করেন ম্যারাডোনা।

তিনি বলেন, ‘মেসির কাছ থেকে নেতৃত্ব সরিয়ে নিতে হবে। আমরা সবাই চাই ও মেসি হিসেবেই খেলুক। কারণ নেতৃত্ব থাকলে মেসি কোনওদিনই মেসি হয়ে খেলতে পারবে না।’ কখনও বাস্তবকে তুলে ধরে মেসির পাশে থাকার চেষ্টা আবার কখনও নখ-দাঁত বের করে অনুজকে তীব্র আক্রমণ- ম্যারাডোনা আর মেসি যে এখন দু’মেরুতে তা স্পষ্ট মেক্সিকোয়।