নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করল চিহ্নিত জুয়াড়ি। মঙ্গলবার নান্দাইল ইউনিয়নের গোরস্থান বাজারের এ ঘটনায় আহত শিক্ষক থানায় অভিযোগ করেছেন। ঘটনার শিকার শিক্ষক জালাল উদ্দিন বলেন, ভাটিসাভার গ্রামের সাহেদ আলীর বাড়ির পেছনে জঙ্গলে দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসানো হচ্ছিল। স্থানীয় জুয়াড়ি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে ওই আসর বসছিল। এর পাশেই রয়েছে একটি কিন্ডার গার্টেন। জুয়াড়িদের আনাগোনায় সেখানে পাঠদান ব্যাহত হচ্ছিল। এ কারণে প্রায়ই তিনি প্রতিবাদ করতেন। জালাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার নান্দাইল থানার পুলিশ ওই এলাকা দিয়ে যাচ্ছিল। টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ি ফেরার সময় জুয়াড়ি কাইয়ুম আমার পথ রোধ করে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় বলে, আমি নাকি পুলিশকে খবর দিয়েছি। আমার কারণেই তাঁর পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই টাকা সব আমাকে দিতে হবে।’ নান্দাইল থানার অফিসার ইনর্চাজ কামরুল ইসলাম মিয়া জানান, লাঞ্ছিত শিক্ষককে তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















































