স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ বোরাক লষ্কর (৪০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার কালার বাজার এলাকা তাকে আটক করা হয়। সে মাগুরা জেলার শালিখা থানার পিপরুল গ্রামের সোনা উল্লাহ লষ্করের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, একদল ডাকাত অস্ত্রসহ জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কালার বাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বোরাক লষ্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকা থেকে ৭.৬৫ বোরের একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন ও পাইপগান তৈরির দুটি পাইপ উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে কালীগঞ্জ, শালিখা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধীক মামলা রয়েছে।



















































