মেহেরপুরে হত্যা মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

  • Nil Kontho
  • আপডেট সময় : ০১:০৮:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেপুরের সওড়াবাড়িয়া গ্রামে একটি হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে মাহবুল মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহা. গাজী রহমানের আদালতের আত্বসর্ম্পন করলে আদালত তাকে কারাগারের পাঠাবার নিদের্শ দেন। গত ২৪ আগষ্ট আদালত মাহাবুল সহ তার পিতা রমজান আলি এবং ভাই ইনতাজুলকে ১০ বছর করে সশ্যম কারাদন্ড ৫হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২মাসের কারাদন্ড দেওয়া হয়। ঐসময় মাহাবুল সিঙ্গাপুরে অবস্থান করছিল। সম্প্রতি মাহাবুল গ্রামের বাড়ি ফিরে আসে এবং রবিবার আদালতে আত্বসর্ম্পন করে। ২০০৯ সালের ২৮ অক্টোবর পারিবারিক বিরোধির জের ধরে রমজান আলী সহ তার ২ ছেলে রমজানের ভাই কলিমুদ্দীনের উপর হামলা চালায়। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। পরে ঐ ঘটনার গাংনী থানায় মামলা দায়ের করেন এবং গত ২৪ আগষ্ট মামলার রায় ঘোষনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে হত্যা মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

আপডেট সময় : ০১:০৮:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেপুরের সওড়াবাড়িয়া গ্রামে একটি হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাহাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে মাহবুল মেহেরপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহা. গাজী রহমানের আদালতের আত্বসর্ম্পন করলে আদালত তাকে কারাগারের পাঠাবার নিদের্শ দেন। গত ২৪ আগষ্ট আদালত মাহাবুল সহ তার পিতা রমজান আলি এবং ভাই ইনতাজুলকে ১০ বছর করে সশ্যম কারাদন্ড ৫হাজার করে জরিমানা অনাদয়ে আরো ২মাসের কারাদন্ড দেওয়া হয়। ঐসময় মাহাবুল সিঙ্গাপুরে অবস্থান করছিল। সম্প্রতি মাহাবুল গ্রামের বাড়ি ফিরে আসে এবং রবিবার আদালতে আত্বসর্ম্পন করে। ২০০৯ সালের ২৮ অক্টোবর পারিবারিক বিরোধির জের ধরে রমজান আলী সহ তার ২ ছেলে রমজানের ভাই কলিমুদ্দীনের উপর হামলা চালায়। পরে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। পরে ঐ ঘটনার গাংনী থানায় মামলা দায়ের করেন এবং গত ২৪ আগষ্ট মামলার রায় ঘোষনা করা হয়।