নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় পৌর বিএনপির সভাপতিসহ ১১ জন বিএনপি-জামায়াত নেতাকর্মিকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে বিষ্ফোরক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ (৫০), বাবুপাড়ার মৃত কিয়াম উদ্দীনের ছেলে তোফাজ্জেল হোসেন (৫৫), থানাপাড়ার ওবাইদুলের ছেলে ছাত্রদলের নেতা সাগর, ভোদুয়া গ্রামের সোহরাব শাহ’র ছেলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলম শাহ (৪৬), ছত্রপাড়া গ্রামের গঞ্জের আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালাম (৪০), ছত্রপাড়ার ওয়ার্ড বিএনপি নেতা লাল খান, বাদেমাজু গ্রামের লুতফর ফরায়েজীর ছেলে ইউনিয়ন যুবদলের নেতা আক্তারুজ্জামান, ভালাইপুরের মৃত সাদেক আলীর ছেলে বিএনপি কর্মি আব্দুস সাত্তার ও একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বিএনপি কর্মি ডালিম হোসেন, কুলপালা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে বিএনপি কর্মি বজলুর রহমান ও বড় গাংনীর আবু বক্করের ছেলে বিএনপি কর্মি বাবলুর রহমান। পরে তাদেরকে বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে, বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মি আটকের বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ এক প্রেস ব্রিফিং প্রদান করেন।
বৃহস্পতিবার
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ