শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ৪০০ পাতা আমদানী নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজনাক ঔষধ জব্দ করেছে বডার গার্ড বিজিবি।
সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোড এলাকায় একটি ইজিবাইক থেকে এসব ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন খবর আসে, ভারত থেকে পাচার হয়ে আসা আমদানী নিষিদ্ধ একটি ঔষধের চালান নিয়ে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে চোরাকারবারীরা অবস্থান করছে। এমন সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ হাজার ৪০০ পাতা ভারতীয় আমদানী নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন জানান, আটক ঔষধ জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
শুক্রবার
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ