নিউজ ডেস্ক:
ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার ওপেনার ইমরুল কায়েস ব্যাটিং করার সময় চোট নিয়ে মাঠ ছাড়েন। নেইল ওয়াগনারের করা ১৩তম ওভারে রান নিতে গিয়ে চোট পান তিনি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর ইমরুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি কোমরে ব্যথা পেয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বদলি হিসেবে উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ইমরুল কায়েস। ইতিহাসে এই প্রথম বদলি কোনো উইকেটরক্ষক পাঁচটি ক্যাচ নিয়েছেন। বাংলাদেশের হয়েও এটি রেকর্ড।