নিউজ ডেস্ক:
গাঁজার জন্য আলাদা শিল্পাঞ্চল হতে চলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিপটন শহরে। আমেরিকান গ্রিন নামক একটি মারিজুয়ানা সংস্থা যুক্তরাষ্ট্রের এই শহরের একটা অংশ কিনে নিলেন বলে জানা গেছে।
এখানে গাঁজার চাষ তো হবেই পাশাপাশি থাকবে গাঁজা বিক্রির জন্য সারি সারি দোকান।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৮টি অঙ্গরাজ্যে মারিজুয়ানা কেনা ও সেবন বৈধ। ছোট্ট শহরটির ১২০ একর জমিতে গাঁজার প্রক্রিয়াকরণের কারখানা ও দোকান বানানো হবে। পাশাপাশি শহরে সৌরশক্তির ও বায়ুশক্তির মতো অপ্রচলিত সৌরশক্তিকে শহরের নানা কাজে প্রাধান্য দেওয়া হবে।
আমেরিকান গ্রিনের প্রেসিডেন্ট ডেভিড গাথার বলেছেন, ‘পরিবেশ–বান্ধব শহর হিসেবে নিপটনকে গড়ে তুলতে চাই। এখানে গাঁজার বিপ্লব হবে। উনবিংশ শতাব্দীতে আমরা যেভাবে ক্যালিফোর্নিয়ায় গোল্ড রাশ বিপ্লব হয়েছিল, এখানেও এবারে গাঁজার বিপ্লব হবে। এখানে নতুন করে পর্যটক টানতে আমরা প্রচুর বিনিয়োগ করব।