শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন

কর্মসূচিতে বাধা দিলে জনগণই বিচার করবে : খন্দকার মোশাররফ

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৮৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দেয়া হলে জনগণই এর বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেছেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।

গত শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোশাররফ হোসেন এসব বলেন। এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তারা এই দিনটি নিয়ে ভীত। তারা নাকি বিএনপিকে রাস্তায় নামতে দেবে না। একটি স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারই এ রকম কথা বলতে পারে। ৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে বাধা দিলে জনগণ সেটি বিচার করবে।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, সরকার গুম-খুনসহ নানা ধরনের জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। সরকারের এই ধরনের কাজকর্মে জনগণ হতাশ। বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেবে। এ জন্য বিএনপি আন্দোলন করছে। মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, সে পরিবেশ সৃষ্টির জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও তা শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

কর্মসূচিতে বাধা দিলে জনগণই বিচার করবে : খন্দকার মোশাররফ

আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা দেয়া হলে জনগণই এর বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেছেন, ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিলে বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং সরকারই ক্ষতিগ্রস্ত হবে। বাধা দিলে নতুন করে সরকারের মুখোশ উন্মোচিত হবে।

গত শনিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোশাররফ হোসেন এসব বলেন। এর আগে তিনি কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং ৫ জানুয়ারিতে জনগণ ভোট দিতে পারেনি, এটি গণতন্ত্রের জন্য কলঙ্কিত দিন। বিনা ভোটে নির্বাচিত হওয়ায় তারা এই দিনটি নিয়ে ভীত। তারা নাকি বিএনপিকে রাস্তায় নামতে দেবে না। একটি স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারই এ রকম কথা বলতে পারে। ৫ জানুয়ারি বিএনপিকে কর্মসূচি করতে বাধা দিলে জনগণ সেটি বিচার করবে।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, সরকার গুম-খুনসহ নানা ধরনের জনগণের স্বার্থবিরোধী কাজ করছে। সরকারের এই ধরনের কাজকর্মে জনগণ হতাশ। বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেবে। এ জন্য বিএনপি আন্দোলন করছে। মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, সে পরিবেশ সৃষ্টির জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও তা শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে।