প্রতিনিধি ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চন্ডিপুর স্কুল মাঠে এক জনাকীর্ন পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন, সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর মজিদ। গান্না ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইবনে কাশেমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদ, তৈয়ব আলী জোয়াদ্দার, এ্যাডঃ মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, শ্রমিক নেতা গোলাম সরোয়ার সউদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান, গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ইঃবিঃ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসাইন, ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইব্রাহিম জামান, সাংগঠনিক সম্পাদক আসলাম আহমেদ জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক একরামুল হক লিকু প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রানা হামিদ, গান্না ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারন সম্পাদক ও গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মালিতা। সম্মেলনে ২য় অধিবেশনে সদর থানা আওয়ামী লীগের ভার প্রাপ্ত সাধারন সম্পাদক ইব্রাহিম জামান গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনকে সভাপতি এবং চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতাকে সাধারন সম্পাদক নাম ঘোষনা করেন।