রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেসির জোড়া গোলে জয় পেল বার্সা

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৮:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুরুতে অনেক সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি, নষ্ট করলেন কিছু। তবে দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের অনন্য নির্দশন আর মেসি জাদুতে লা লিগায় টানা তিন ড্রয়ের পর দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা।

শনিবার ওসাসুনার মাঠে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। অন্য গোলটি লুইস সুয়ারেসের। প্রথম দুটি গোলেই দারুণ অবদান রাখেন জর্দি আলবা।

ওসাসুনার মাঠে শুরুর দিকে ধীর ফুটবলে গতির সঞ্চার করেন মেসি। নবম মিনিটে বুটের বাইরের পাশ দিয়ে চমৎকার পাস দেন ডি-বক্সে ঢুকে পড়া সুয়ারেসকে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

পরের ১৫ মিনিটে আরও তিনটি সহজ সুযোগ নষ্ট হয় বার্সেলোনার।

দ্বাদশ মিনিটে জর্দি আলবার পাস ধরে ক্ষিপ্র সুয়ারেস ৯০ ডিগ্রি ঘুরে শট নিয়েছিলেন; কিন্তু বল লাগে পোস্টে।

দুই মিনিট পর হতাশা বাড়ান মেসি। একমাত্র বাধা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। কোনাকুনি শট এক পা দিয়ে কোনোমতে ঠেকান স্প্যানিশ গোলরক্ষক নাউসেত পেরেস। ২৪তম মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি প্রচেষ্টা এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

প্রথমার্ধের বাকি সময়েও এক টানা আক্রমণ করে যাওয়া বার্সেলোনা বিরতির আগে মোট ১১টি শট নেয়, তবে সাফল্য মেলেনি।

পাল্টা আক্রমণে ৩১তম মিনিটে এই অর্ধের সহজতম সুযোগটি পেয়েছিল ওসাসুনা; কিন্তু গোলমুখে বলে পা লাগাতেই পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড ওরিওল রিয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সের্হিও লেওনের শট ক্রসবারে লাগে।

৫৯তম মিনিটে পাসিং ফুটবলের দারুণ নিদর্শন রেখে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল পেয়ে স্প্যানিশ ডিফেন্ডার আলবা বাঁ দিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেসের একটা আলতো টোকারই দরকার ছিল। গোলটির আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা।

৭২তম মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস ছিলেন তিনি নিজেই। বাঁ-দিকে ছুটে আসা দেনিস সুয়ারেসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

আর যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দুই জনকে কাটিয়ে তিন জনের মধ্যে দিয়ে বল জালে পাঠান এবারও বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা এই তারকা।

এবারের লিগে মেসির এটি একাদশ গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে তার সতীর্থ সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

এ জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম

মেসির জোড়া গোলে জয় পেল বার্সা

আপডেট সময় : ১২:১৮:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

শুরুতে অনেক সুযোগ তৈরি করলেন লিওনেল মেসি, নষ্ট করলেন কিছু। তবে দ্বিতীয়ার্ধে পাসিং ফুটবলের অনন্য নির্দশন আর মেসি জাদুতে লা লিগায় টানা তিন ড্রয়ের পর দুর্দান্ত এক জয় তুলে নিল বার্সেলোনা।

শনিবার ওসাসুনার মাঠে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। অন্য গোলটি লুইস সুয়ারেসের। প্রথম দুটি গোলেই দারুণ অবদান রাখেন জর্দি আলবা।

ওসাসুনার মাঠে শুরুর দিকে ধীর ফুটবলে গতির সঞ্চার করেন মেসি। নবম মিনিটে বুটের বাইরের পাশ দিয়ে চমৎকার পাস দেন ডি-বক্সে ঢুকে পড়া সুয়ারেসকে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

পরের ১৫ মিনিটে আরও তিনটি সহজ সুযোগ নষ্ট হয় বার্সেলোনার।

দ্বাদশ মিনিটে জর্দি আলবার পাস ধরে ক্ষিপ্র সুয়ারেস ৯০ ডিগ্রি ঘুরে শট নিয়েছিলেন; কিন্তু বল লাগে পোস্টে।

দুই মিনিট পর হতাশা বাড়ান মেসি। একমাত্র বাধা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। কোনাকুনি শট এক পা দিয়ে কোনোমতে ঠেকান স্প্যানিশ গোলরক্ষক নাউসেত পেরেস। ২৪তম মিনিটে আর্জেন্টাইন তারকার আরেকটি প্রচেষ্টা এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।

প্রথমার্ধের বাকি সময়েও এক টানা আক্রমণ করে যাওয়া বার্সেলোনা বিরতির আগে মোট ১১টি শট নেয়, তবে সাফল্য মেলেনি।

পাল্টা আক্রমণে ৩১তম মিনিটে এই অর্ধের সহজতম সুযোগটি পেয়েছিল ওসাসুনা; কিন্তু গোলমুখে বলে পা লাগাতেই পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড ওরিওল রিয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় স্বাগতিকদের সামনে। ৩০ গজ দূর থেকে স্প্যানিশ ফরোয়ার্ড সের্হিও লেওনের শট ক্রসবারে লাগে।

৫৯তম মিনিটে পাসিং ফুটবলের দারুণ নিদর্শন রেখে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল পেয়ে স্প্যানিশ ডিফেন্ডার আলবা বাঁ দিক থেকে ছোটো বক্সে পাস দেন। ফাঁকা জালে বল পাঠাতে সুয়ারেসের একটা আলতো টোকারই দরকার ছিল। গোলটির আগে অনেকটা সময় নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে আক্রমণের ফাঁক বের করে বার্সেলোনা।

৭২তম মিনিটে মেসির ব্যবধান দ্বিগুণ করা গোলটির উৎস ছিলেন তিনি নিজেই। বাঁ-দিকে ছুটে আসা দেনিস সুয়ারেসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পরে বাইলাইন থেকে আলবার দুর্দান্ত কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

আর যোগ করা সময়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারদের ভ্যাবাচ্যাকা খাইয়ে স্কোরলাইন ৩-০ করেন মেসি। পায়ের জাদুতে দুই জনকে কাটিয়ে তিন জনের মধ্যে দিয়ে বল জালে পাঠান এবারও বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে থাকা এই তারকা।

এবারের লিগে মেসির এটি একাদশ গোল। সমান ১০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছে তার সতীর্থ সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

এ জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪।