নিউজ ডেস্ক:
লিওনেল মেসি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তবে লিও মেসি শুধু গোল করে দলকে জেতানোর জন্যই বিখ্যাত নন। তিনি বিখ্যাত বিভিন্ন সমাজসেবা মুলক কাজের জন্যও। ইউনিসেফ, লিও মেসি ফাউন্ডেশন, বার্সেলোনা ফাউন্ডেশন এর মতো চ্যারিটি সঙ্গে জড়িত ফুটবলের এই রাজপুত্র।
ফুটবলের এই মহাতারকা সদ্যই বাঁধা পড়েছেন বিবাহ বন্ধনে। শৈশবের বান্ধবী অ্যান্তেনেলা রোকুজ্জোর সঙ্গে ৩০ জুন আংটি বদল করলেন তিনি। তার বিয়েতে অতিথি হিসেবে হাজির ছিলেন নেইমার, সুয়ারেজ, কার্লোস পুওল, জাভি, আগুয়েরো ও জেরার্ড পিকের মতো বর্তমান ও সাবেক সতীর্থরা। তাদের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি মেসি দম্পতি।
বিয়েতে খাবারের ঢালাও আয়োজন করেন তারা। সেই রাতের পর প্রচুর বাড়তি খাবার থেকে যায়। সেই খাবারই এলাকার গরীব লোকেদের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। রোজারিওর ফুড ব্যাঙ্কের প্রধান পাবলো আলগ্রানিন এর জন্য ধন্যবাদ জানিয়েছেন মেসি-অ্যান্তেনেলা দম্পতিকে।
সূত্রঃ মিরর।