নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটসহ ও পাশের আরও দু’টি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
সোমবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানিয়েছেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। যে কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি ।





































