নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের ফলে পাল্টে গেল সব সমীকরণের হিসেব। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলছে মাশরাফি বাহিনী। প্রথমবারের মতো টাইগাররা আইসিসির এ আসরের সেমিফাইনাল খেলতে যাচ্ছে তাই কাজ করছে অন্যরকম রোমাঞ্চ।
এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে একটিতে ড্র ও একটি মহাকাব্যিক জয়ের ফলে দ্বিতীয় স্থানে ওঠে আসে টাইগাররা। সাকিব-মাহমুদউল্লাহর অসাধরণ নৈপুণ্যে কিউদের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেলেও। চিন্তা ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ নিয়ে। তবে স্টোকস-মরগানরা কাজের কাজটি করেছেন। ৩৫ রানে ৩ উইকেট হারানোর পরও ব্যাটিং দৃঢ়তায় দেখিয়েছেন তারা। বেন স্টোকস করেছেন অপরাজিত ১০২ রান। অার মরগান সময়উপযোগী ৮৭রান।
ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে অজিদের বিরুদ্ধে ৪০ রানের জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বেন স্টোকস।
আর এর সুবাদেই অজিদের বধ করে ইংলিশরা। ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কঠিন পথটাও সুগম হয়ে যায়।