নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
লন্ডনের কেনিংটন ওভালে আসরের হট ফেবারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তামিম-মুশফিক-মাশরাফিরা।
পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ ওয়ানডে ম্যাচে ১৭ হারের বিপরীতে কেবল একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। এবার ইংল্যান্ডের সেই কার্ডিফে না হলেও কেনিংটন ওভালে অসিদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। তারকাসমৃদ্ধ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ১২ বছর আগের ওই জয়কে অনুপ্রেরণা হিসেবে দেখছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি ওভালেই খেলেছিল বাংলাদেশ। উদ্বোধনী দিনে ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। সেই চেনা মাঠে আজও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। একই উইকেটে খেলা হলে আজ ডিফেন্ড করার জন্য কি করতে হবে সে সম্পর্কে হয়তো আগে থেকেই ধারণা রাখবে বাংলাদেশ।