শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

ম্যাঞ্চেস্টার সিটি তিনে !

  • আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যাঞ্চেস্টার সিটি আবার ম্যাঞ্চেস্টার সিটির মেজাজেই।

মরসুম শুরুতে যেমন ফর্ম দেখিয়েছিল ম্যান সিটি সেটারই পুনরাবৃত্তি ঘটল শনিবার এতিহাদে। একটা দাপুটে পারফরম্যান্স উপহার দিেয় তিন নম্বরে থাকল ম্যান সিটি।

ক্রিস্টাল প্যালেসকে ৫-০ হারাল পেপ গুয়ার্দিওলার দল। জয়ের সৌজন্যে প্রথম চারে শেষ করার সুযোগ আরও উজ্জ্বল হল ম্যান সিটির। আন্তোনিও কন্তের ফর্মেশন ধার করে এ দিন উইংব্যাক পজিশনে দু’জনকে রাখেন ক্রিস্টাল প্যালেস ম্যানেজার স্যাম অ্যালারডাইস। কিন্তু সেই উইংব্যাকদের দোষেই প্রথমার্ধের শুরুতে দাভিদ সিলভার গোলে ১-০ এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির ঠিক পরে ভিনসেন্ট কোম্পানির গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। কেভিন দে’ব্রায়ান ও রহিম স্টার্লিংয়ের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে গুয়ার্দিওলার দল। নিকোলাস ওটামেন্ডির গোলে বড় জয় পেল ম্যান সিটি।

পাঁচ গোলে জিতলেও অবশ্য সন্তুষ্ট নন গুয়ার্দিওলা। যাঁর মতে আরও সুযোগ নেওয়া উচিত দলের। ‘‘আমরা প্রথম দিকে গোল পেলাম ঠিকই। কিন্তু প্রথমার্ধে বাকি মরসুমের মতো সুযোগ কাজে লাগাতে পারিনি। বেনটেকে ভাল একটা সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর,’’ বলছেন গুয়ার্দিওলা। ম্যাচ জিতলেও প্রথম মরসুমে লিগ না জেতার আক্ষেপ যেন তাড়া করছে ম্যান সিটির স্প্যানিশ ম্যানেজারকে। যাঁর মতে সুযোগ না নিতে পেরে অনেক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে ম্যান সিটি। ‘‘বক্সে কে কতটা বেশি সুযোগ কাজে লাগাতে পারবে সেটার উপরই সাফল্য নির্ভর করছে। আমরা অধিকাংশ ম্যাচেই এ বার সুযোগ তৈরি করেছি। কিন্তু গোলটা আসেনি,’’ বলছেন গুয়ার্দিওলা।

পাঁচ গোল দিয়ে অবশ্য গোল পার্থক্যে বাকি অনেক ক্লাবের থেকে ভাল অবস্থায় রয়েছে ম্যান সিটি। অর্থাৎ মরসুম শেষে যদি কোনও দলের সঙ্গে পয়েন্ট সমান হয় তা হলেও ম্যান সিটি গোল পার্থক্যে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারবে। ‘‘গোল দেওয়া সব সময় খুব জরুরি। গোল পার্থক্য মরসুম শেষে দলকে সাহায্য করতে পারে,’’ বলছেন গুয়ার্দিওলা। আগামী মরসুমে কী পাল্টাতে চান? গুয়ার্দিওলা বলছেন, ‘‘আমরা বাকি দলগুলোকে সুযোগ তৈরি করে দিচ্ছি। আশা করছি পরের মরসুমে সেটা পাল্টাবে।’’

শোনা যাচ্ছে, আঁতোয়া গ্রিজম্যানকেই পাখির চোখ করছেন গুয়ার্দিওলা। আতেলেতিকো দে মাদ্রিদ স্ট্রাইকারকে সই করতে ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছে ম্যান ইউনাইটেড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ম্যাঞ্চেস্টার সিটি তিনে !

আপডেট সময় : ০৬:০৫:০৭ অপরাহ্ণ, রবিবার, ৭ মে ২০১৭

নিউজ ডেস্ক:

ম্যাঞ্চেস্টার সিটি আবার ম্যাঞ্চেস্টার সিটির মেজাজেই।

মরসুম শুরুতে যেমন ফর্ম দেখিয়েছিল ম্যান সিটি সেটারই পুনরাবৃত্তি ঘটল শনিবার এতিহাদে। একটা দাপুটে পারফরম্যান্স উপহার দিেয় তিন নম্বরে থাকল ম্যান সিটি।

ক্রিস্টাল প্যালেসকে ৫-০ হারাল পেপ গুয়ার্দিওলার দল। জয়ের সৌজন্যে প্রথম চারে শেষ করার সুযোগ আরও উজ্জ্বল হল ম্যান সিটির। আন্তোনিও কন্তের ফর্মেশন ধার করে এ দিন উইংব্যাক পজিশনে দু’জনকে রাখেন ক্রিস্টাল প্যালেস ম্যানেজার স্যাম অ্যালারডাইস। কিন্তু সেই উইংব্যাকদের দোষেই প্রথমার্ধের শুরুতে দাভিদ সিলভার গোলে ১-০ এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির ঠিক পরে ভিনসেন্ট কোম্পানির গোলে ব্যবধান বাড়ায় ম্যান সিটি। কেভিন দে’ব্রায়ান ও রহিম স্টার্লিংয়ের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে গুয়ার্দিওলার দল। নিকোলাস ওটামেন্ডির গোলে বড় জয় পেল ম্যান সিটি।

পাঁচ গোলে জিতলেও অবশ্য সন্তুষ্ট নন গুয়ার্দিওলা। যাঁর মতে আরও সুযোগ নেওয়া উচিত দলের। ‘‘আমরা প্রথম দিকে গোল পেলাম ঠিকই। কিন্তু প্রথমার্ধে বাকি মরসুমের মতো সুযোগ কাজে লাগাতে পারিনি। বেনটেকে ভাল একটা সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর,’’ বলছেন গুয়ার্দিওলা। ম্যাচ জিতলেও প্রথম মরসুমে লিগ না জেতার আক্ষেপ যেন তাড়া করছে ম্যান সিটির স্প্যানিশ ম্যানেজারকে। যাঁর মতে সুযোগ না নিতে পেরে অনেক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে ম্যান সিটি। ‘‘বক্সে কে কতটা বেশি সুযোগ কাজে লাগাতে পারবে সেটার উপরই সাফল্য নির্ভর করছে। আমরা অধিকাংশ ম্যাচেই এ বার সুযোগ তৈরি করেছি। কিন্তু গোলটা আসেনি,’’ বলছেন গুয়ার্দিওলা।

পাঁচ গোল দিয়ে অবশ্য গোল পার্থক্যে বাকি অনেক ক্লাবের থেকে ভাল অবস্থায় রয়েছে ম্যান সিটি। অর্থাৎ মরসুম শেষে যদি কোনও দলের সঙ্গে পয়েন্ট সমান হয় তা হলেও ম্যান সিটি গোল পার্থক্যে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারবে। ‘‘গোল দেওয়া সব সময় খুব জরুরি। গোল পার্থক্য মরসুম শেষে দলকে সাহায্য করতে পারে,’’ বলছেন গুয়ার্দিওলা। আগামী মরসুমে কী পাল্টাতে চান? গুয়ার্দিওলা বলছেন, ‘‘আমরা বাকি দলগুলোকে সুযোগ তৈরি করে দিচ্ছি। আশা করছি পরের মরসুমে সেটা পাল্টাবে।’’

শোনা যাচ্ছে, আঁতোয়া গ্রিজম্যানকেই পাখির চোখ করছেন গুয়ার্দিওলা। আতেলেতিকো দে মাদ্রিদ স্ট্রাইকারকে সই করতে ইতিমধ্যেই প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছে ম্যান ইউনাইটেড।