নিউজ ডেস্ক:
বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জাভির মতে, মেসি-রোনালদো দু’জনই বিশ্বসেরা ফুটবলার। তবে দু’জনকেই বিশ্বসেরা বললেও জাভি তাদের মাঝে একটা পার্থক্য রেখেছেন। জাভির মতে, ‘মেসি ইতিহাসের সেরা ফুটবলার আর রোনালদো জন্মগত সেরা ফুটবলার। ’
মেসি-রোনালদো দু’জনের সম্পর্কটা এখন যেকোনো সময়ের চেয়ে ভালো, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। দু’জনেরই এমন দাবি। সেই ‘বন্ধুত্বে’র ফাটল দেখছেন না জাভিও।
বিশ্ব ফুটবল মেসি-রোনালদোকে যতই চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করুক না কেন, স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা জাভির কাছে খুব একটা আলাদা নন তারা, ‘রোনালদো জন্মগত ফুটবলার। ফুটবল পায়ে সে দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু একটাই সমস্যা। রোনালদোর সময়ে এখানে মেসি উপস্থিত। আমার মতে, মেসি ফুটবলের ইতিহাসে সেরা ফুটবলার। ’
মেসি-রোনালদো এক সময় বয়স্ক খেলোয়াড়ে পরিণত হলেও তাদের জায়গা পূরণে এগিয়ে আসবে আরও তারকা এমনটি মনে করেন জাভি। তিনি যোগ করেন, ‘মেসির সামনে রোনালদোর ঔ একটা সমস্যা না থাকলে সব ঠিক ছিল। রোনালদো এমনই এক ফুটবলার যে দিনের পর দিন স্কোর করে যাচ্ছে তার যুগে।