নিউজ ডেস্ক:
চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর পর আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। এবার অবশ্য লা লিগার দুর্বল দল ওসাসুনার বিপক্ষে এ গোল করেন তিনি। এদিন ম্যাচে ৭-১ গোলের বিশাল ব্যবধানে বার্সা জয় পায়। আর এ জয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখলো লুইস এনরিক শিষ্যরা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে এদিন মেসি ছাড়াও জোড়া গোল করেন আন্দ্রে গোমেজ ও পাকো আলকাসের। এছাড়া কাতালান ক্লাবটির হয়ে ১৯৪ ম্যাচে ক্যারিয়ারের প্রথম গোল করেন অভিজ্ঞ মিডফিল্ডার জাভিয়ার মাশ্চেরানো।
দুর্বল প্রতিপক্ষ তাই এ ম্যাচে কোচ এনরিক বিশ্রাম দিয়েছে দলের আরেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে। এছাড়া ম্যাচের দ্বিতীয়ার্ধে তুলে নেন মেসিকেও।
এদিন গোলের শুরুটা করেন মেসিই। ১২ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে শট নিয়ে গোলে পরিণত করেন তিনি। আর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। দু’মিনিট পরেই অবশ্য তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
আর এ জয়ের ফলে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রাখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।