নিউজ ডেস্ক:
ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির হয়ে এবার সমালোচকদের এক হাত নিলেন ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত। গত ম্যাচে তাঁর ম্যাচ উইনিং ব্যাটিংয়ের জন্য ১৮০ ডিগ্রি পল্টি খেয়ে ভাল ভাল কথা লিখতে বাধ্য হয়েছিলেন হর্ষ গোয়েন্কা।
তার আগে ধোনির টি২০র যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। এ বার যেন তাঁকে ঘুরিয়ে একহাত নিলেন অনস্ক্রিন ধোনি।
হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ধোনি। তার কয়েকদিন আগেই সৌরভ বলেছিলেন, ধোনি ওয়ান ডে স্টার, টি২০ নয়।
ধোনির এই ইনিংসের পর সেটাকেই কাউন্টার করলেন সুশান্ত। শেষ বলে যখন দু’রান দরকার তখন বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এলে দিয়েছিলেন বিশ্বের সেরা ফিনিশার ধোনি। তার পরই ব্যাট হাতে টুইটারে নেমে পড়েন হর্ষ গোয়েন্কা থেকে সুশান্ত সিংহ রাজপুত।
যদিও সরাসরি সৌরভের নাম নেননি সুশান্ত। বিরাট কোহালিও ধোনির ইনিংসের প্রশংসা করেছিলেন। আইপিএল-এর শুরুটা ভাল হয়নি। যে কারণে নানা মন্তব্য উড়ে আসছিল ধোনিকে লক্ষ্য করে। কিন্তু জবাবও দিলেন, মাঠেই।
সূত্র: আনন্দবাজার পত্রিকা