নিউজ ডেস্ক:
আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টে খেলতে গিয়ে নানা বিতর্ক ও অপমান সহ্য করতে হচ্ছে সাবেক ভারতীয় অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনিকে। প্রথমে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে ধোনির খারাপ ফর্মের জন্য প্রকাশ্যেই সমালোচনা করেছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক। আর কত অপমান সহ্য করবেন ধোনি? তবে বাতাসে গুঞ্জন শুরু হয়েছে খুব শীঘ্রই নাকি পুনে ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন তিনি।
সম্প্রতি একটি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল সম্প্রচার স্বত্ত্বের মেয়াদ ১০ বছর থেকে কমিয়ে ৫ বছর করেছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বোর্ড আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তা হল, আইপিএলে পরের সংস্করণ থেকেই ফেরানো হবে নির্বাসিত দুই ফ্র্যাঞ্চাইজি—চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। ২০১৩ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হতে হয়েছিল চেন্নাই ও রাজস্থান দলকে।
এই ঘোষণার পরই ঘর গোছানোর জন্য পরিকল্পনা শুরু করেছে দুই দল। চেন্নাই সুপার কিংসের এক কর্মকর্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “পুনেতে অক্রিকেটীয় কারণে শিরোনামে বার বার উঠে এসেছে ধোনির নাম। যা খুবই দুঃখজনক। ধোনিকে চেন্নাই সুপার কিংস দলে ফিরিয়ে আনা হবে। উনি ৮ বছর দলের ভাল ও খারাপ সময়ে পাশে ছিলেন। ”
সূত্র: জি নিউজ