নিউজ ডেস্ক:
রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের এই জয়ে শেষ চারে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।
ম্যাচের ১৮তম মিনিটে প্রথম ভালো সুযোগটা পেয়েছিল অতিথিরাই। ডান দিক থেকে টনি ক্রুসের ক্রসে বেনজেমার হেডে বল ক্রসবারে লেগে ফিরে। নয়ার লাফিয়ে বলে আঙুল না ছোঁয়ালে তা জালেই ঢুকতো।
৪০তম মিনিটে ডান দিক থেকে আরিয়েন রবেনের ক্রসে আবার লাফিয়ে হেড করেছিলেন চিলির মিডফিল্ডার ভিদাল। এবার বল যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। দুই মিনিট পর বায়ার্নের ত্রাতা নয়ার। রামোসের বাড়ানো বল ধরে ডি-বক্সের একটু বাইরে থেকে রোনালদোর শট ডানে ঝাঁপিয়ে ঠেকান জার্মান এই গোলরক্ষক।
এক ঘণ্টা পার হতেই পাল্টা আক্রমণে ওঠা রোনালদোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ মিডফিল্ডার হাভি মার্তিনেসকে। এরপর রিয়ালের আক্রমণ জোরালো হয় আরও
৭৫তম মিনিটে আবারও নয়ার। এবার রোনালদোর জোড়ালো শট ঠেকান ডান হাত বাড়িয়ে। তবে দুই মিনিট পর ঠিকই রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। মার্কো আসেনসিওর ক্রসে পা বাড়িয়ে বুটের তলা দিয়ে বল জালে পাঠিয়ে তুলে নেন চ্যাম্পিয়ন্স লিগে তার ৯৭তম গোল।