শিরোনাম :
Logo বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ Logo হাবিপ্রবিতে প্রথম ধাপের ভর্তি সম্পন্ন হয়েছে ৬৭.৭৫ শতাংশ। Logo রাবিতে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সোহরাওয়ার্দী হল Logo পাক-ভারত যুদ্ধবিরতি ট্রাম্পের মধ্যস্থতা ছাড়াই হয়েছে, দাবি জয়শঙ্করের Logo হাসিনার নির্বাচনি হলফনামায় গরমিল: ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি Logo ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী Logo বাঁচতে চায় সড়ক দুর্ঘটনায় আহত ধর্মীয় শিক্ষক আঃ ছাত্তার Logo নতুন হারে মহার্ঘ ভাতা, কোন গ্রেডে কত বাড়ছে? Logo এবার মশার শরীরে ম্যালেরিয়ার ওষুধ! গবেষকদের যুগান্তকারী আবিষ্কার Logo পঞ্চগড়ে ভারতীয় পুশ-ইন, নারী-শিশুসহ ২১ বাংলাদেশিকে সীমান্তে ফেরত

যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা ভাবছেন আমিরাত অধিনায়ক

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাসা ছিল না কারোরই। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে থাকা সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসবে এমনটাও হয়তো খুব কম লোকই ভেবেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। প্রথমবার বাংলাদেশকে হারানোর পর সিরিজেও হারাল আমিরাত।

ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি আমিরাত অধিনায়ক প্রতিপক্ষ বাংলাদেশকে কিছুটা দুর্ভাগাও মনে করছেন।

সিরিজের তিন ম্যাচের সবকটিতেই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। শারজাহর কন্ডিশন বিবেচনায় পরে বল করার ফলে শিশিরের প্রভাব একটু বেশি থাকে। আমিরাতের অধিনায়ক এখানেই দুর্ভাগা ভাবছেন বাংলাদেশকে।

গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায়। তারা বল ভালোই করেছে। ভালো খেলেছে। এখানে শারজাহতে কাজটা সহজ নয়। আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে। তারা টেস্ট খেলুড়ে দেশ। তারা ভালো দল। আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি। তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে, দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের। কাজটা কঠিন ছিল।’

সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা।

সিরিজ জেতা নিয়ে ওয়াসিম বলছিলেন, ‘সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল। টেস্ট খেলুড়ে দল। আমরা সহযোগী। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, ছেলেরা যা দেখিয়েছে সবকিছুই দুর্দান্ত ছিল।’

সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। কন্ডিশনও ভালো আছে। ২০০ রানও অনেক সময় ১৮০ রান হয়ে যায় এমন জায়গায়। টি-টোয়েন্টিতে ১ জন, ১-২ ওভারে রান বের করে ফেলে যায়। ১৬০ রান চেইজ করা যাবে এই বিশ্বাস ছিল। আলিশান (শারাফু) এবং আসিফ (খান) কাজটা করে দিয়েছে।’

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে বীজ ডিলার ও কৃষক সমাবেশ

যে কারণে বাংলাদেশকে দুর্ভাগা ভাবছেন আমিরাত অধিনায়ক

আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সাম্প্রতিক পরিসংখ্যান দেখলে বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বাসা ছিল না কারোরই। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে থাকা সহযোগী সদস্য দেশ আরব আমিরাতের কাছে সিরিজ হেরে বসবে এমনটাও হয়তো খুব কম লোকই ভেবেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। প্রথমবার বাংলাদেশকে হারানোর পর সিরিজেও হারাল আমিরাত।

ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি আমিরাত অধিনায়ক প্রতিপক্ষ বাংলাদেশকে কিছুটা দুর্ভাগাও মনে করছেন।

সিরিজের তিন ম্যাচের সবকটিতেই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। শারজাহর কন্ডিশন বিবেচনায় পরে বল করার ফলে শিশিরের প্রভাব একটু বেশি থাকে। আমিরাতের অধিনায়ক এখানেই দুর্ভাগা ভাবছেন বাংলাদেশকে।

গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায়। তারা বল ভালোই করেছে। ভালো খেলেছে। এখানে শারজাহতে কাজটা সহজ নয়। আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে। তারা টেস্ট খেলুড়ে দেশ। তারা ভালো দল। আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি। তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে, দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের। কাজটা কঠিন ছিল।’

সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা।

সিরিজ জেতা নিয়ে ওয়াসিম বলছিলেন, ‘সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল। টেস্ট খেলুড়ে দল। আমরা সহযোগী। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, ছেলেরা যা দেখিয়েছে সবকিছুই দুর্দান্ত ছিল।’

সিরিজ নির্ধারণী ম্যাচে নিজেদের ব্যাটিং নিয়ে বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। কন্ডিশনও ভালো আছে। ২০০ রানও অনেক সময় ১৮০ রান হয়ে যায় এমন জায়গায়। টি-টোয়েন্টিতে ১ জন, ১-২ ওভারে রান বের করে ফেলে যায়। ১৬০ রান চেইজ করা যাবে এই বিশ্বাস ছিল। আলিশান (শারাফু) এবং আসিফ (খান) কাজটা করে দিয়েছে।’