নিউজ ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরি আক্রান্ত জার্মানী দলকে নেতৃত্ব দিবেন লুকাস পোদোলস্কি। প্রধান কোচ জোয়াকিম লো এই তথ্য নিশ্চিত করেছেন। এই ম্যাচের মাধ্যমে পোদোলস্কির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে।
গ্যারেথ সাউথ গেটের থ্রি লায়ন্সের বিপক্ষে ডর্টমুন্ডে অধিনায়কের আর্মব্যান্ড হাতে ক্যারিয়ারের ১৩০তম ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ৩১ বছর বয়সী পোদোলস্কি।
এ সম্পর্কে গ্যালাতাসারের স্ট্রাইকার পোদোলস্কি বলেন, ‘এটা সত্যিই কঠিন একটি মুহূর্ত, এ সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস না করলেই খুশী হবো। শেষ ম্যাচটা দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছি, মুহূর্তটা দারুণ, আবার একইসাথে দুঃখেরও। আমি সত্যিই আনন্দিত, সমর্থকদের বিদায় জানানোর সুযোগ পাচ্ছি। ’
আগামী মৌসুমে জাপানের ভিসেল কোবের হয়ে খেলবেন ২০০৪ সালে জার্মানীর হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া পোদোলস্কি।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকজন তারকাই অনুপস্থিত থাকবেন বিশ্ব চ্যাম্পিয়নদের দলে।
ডর্টমুন্ডে এক সংবাদ সম্মেলনে লো বলেছেন, অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার, মারিও গোমেজ, মেসুত ওজিল ও জুলিয়ান ড্রাক্সলার ইনজুরির কারনে খেলতে পারছেন না। জার্মানী ও ইংল্যান্ড খেলা সবসময়ই গুরুত্বপূর্ণ হলেও তারকাদের অনুপস্থিতিতে আমি বেশ হতাশ। ইংল্যান্ড দলটাও নিজেদের গোছানোর প্রক্রিয়ায় রয়েছে। তাদের কোচ আধুনিক ফুটবল পছন্দ করে।