দুদলের কথার লড়াইয়ে শুরুর মন্তব্যটা করেছিলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস। গতকাল শুক্রবার তরুণ পেসার নাহিদ রানার সম্ভাব্য গতি-ঝড় নিয়ে প্রশ্ন করা হলে তাকে হুমকি হিসেবে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, তারা বোলিং মেশিনে এর চেয়েও গতিময় বলের মুখোমুখি হয়ে থাকেন। কিন্তু প্রথম টেস্ট শুরুর আগে আজ শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রানাকে নিয়ে জিম্বাবুয়ে ব্যাটারদের উদ্দেশ্য করে সতর্কবার্তাই উচ্চারণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টাইগার দলপতি বলেন, সিলেটে জিম্বাবুয়ে বুঝতে পারবে নাহিদ রানা কতটা বিধ্বংসী।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শন উইলিয়ামসের মন্তব্যের প্রেক্ষাপটে শান্ত বলেছেন, কাল মাঠে নাহিদ যখন বল করবে এবং প্রতিপক্ষ তার মুখোমুখি হবে, তখন ওদের শরীরী ভাষাতেই বোঝা যাবে নাহিদ কত দ্রুতগামী এবং কতটা অসাধারণ।
নিজের গতি দিয়ে খুব দ্রুতই বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রানা। ক্রিকেট বিশ্বেরও নজর কেড়েছেন। রোববার শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও নাহিদকে গতির ঝড় তুলতে বলেছেন শান্ত, ‘ওকে আমি অনেক আগে থেকে চিনি। আমার বিভাগ থেকে জাতীয় লিগ খেলছে। যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো, তখন থেকেই চিনি। কাজেই তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই বার্তাটা পরিষ্কার। আমি আশা করবো যে আগামী কাল যদি খেলার সুযোগ আসে, তাহলে ও যেন ১৪০ প্লাস বল করে।