চলতি আইপিএল নিলাম বেশ কিছু রেকর্ডের জন্ম দিয়েছে। শ্রেয়াস আইয়ারকে কিনতে রাজস্থান রয়্যালস ২৬.৭৫ কোটি রুপি খরচ করে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছিল। ঋষভ পন্তকে নিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২৭ কোটি খরচ করে সে রেকর্ডও ভেঙে ফেলে।
তবে আইপিএলের আগের পূর্বানুমানে এমন কিছু ঘটবে বলে আভাস মিলেছিল। নিলামের সবচেয়ে বড় চমক তাই ভৈভব সুরিয়াভানশি। মাত্র ১৩ বছর বয়সেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নেওয়া এই বাঁহাতি ওপেনার আইপিএল নিলামের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন। এবং তাকে পেতে রাজস্থান ১ কোটি ১০ লাখ রুপি খরচ করেছে!
মজার ব্যাপার, যত আগ্রহ নিয়ে ভৈভবকে দলে টেনেছে রাজস্থান, খেলানোর ব্যাপারে সে আগ্রহ দেখা যাচ্ছে না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানবন্যার প্রথম ম্যাচে দেখা মেলেনি ভৈভবের। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও একাদশে জায়গা হয়নি এই কিশোরের।
টুর্নামেন্টের আগেই চোট পাওয়া সঞ্জু স্যামসন নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন। যদিও ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে শুধু ব্যাটিং করছেন তিনি। আর স্যামসনের কারণেই আসলে বিহারের কিশোরের জায়গা হচ্ছে না।
মাত্র ১৩ বছর হলেও পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত ভৈভব। আর ওপেনিংয়ে স্বচ্ছন্দ। এদিকে রাজস্থানে আগ থেকেই আছেন আরেক বাঁহাতি ওপেনার ইয়াশাসভি জয়সোয়াল। আর পাওয়ার হিটিংয়ের কথা চিন্তা করলে স্যামসন বা জয়সোয়ালের ধারেকাছে এখনো যেতে পারেননি ভৈভব।
ধারণা করা হচ্ছে, স্যামসন পুরোপুরি সেরে উঠে সম্পূর্ণ ম্যাচ খেলার জন্য প্রস্তুত হলে তখন ইমপ্যাক্ট খেলোয়াড়ের কোটাটা ভালোভাবে ব্যবহার করতে পারবে রাজস্থান। সেক্ষেত্রে তিনে ভৈভবের জায়গা হতেও পারে। তার আগপর্যন্ত ভৈভবকে এই আইপিএলে দেখার নাকি সম্ভাবনা নেই।
অবশ্য যদি প্লে অফের আশা শেষ হয়ে যায় বা একাধিক ম্যাচ হাতে রেখে প্লে-অফ নিশ্চিত করতে পারে রাজস্থান, তখন হয়তো বাজিয়ে দেখা হবে তাকে। তবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য বিখ্যাত রাজস্থান নাকি এই মৌসুমে ভৈভবকে শুধু ড্রেসিংরুমের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারটাই শেখাতে চাইছে। এখনই আইপিএলের কঠিন পরীক্ষায় ফেলে অঙ্কুরে প্রতিভা বিনাশের ইচ্ছা তাদের নেই।