বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ঘরের মাঠে বিধ্বস্ত করেছে করেছে আর্জেন্টিনা। রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে উড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ঐক্যবদ্ধ পারফরম্যান্সের ওপর।
আজ বুধবার (২৬ মার্চ) ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কালোনি জানান, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে জিততে এমন দলীয় পারফরম্যান্সই একমাত্র উপায়।
স্কালোনি বলেন, আমি মনে করি, আমরা দারুণ ফুটবল খেলেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি ম্যাচের কৌশল সঠিকভাবে বোঝা। কিছু ম্যাচে আমাদের কষ্ট করতে হবে, আবার কিছু ম্যাচে সহজে খেলা যাবে। আমাদের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য দেখাতে হবে।
ব্রাজিলের বিপক্ষে বড় জয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ব্রাজিলের মতো টেকনিক্যাল দলের ওপর চাপ সৃষ্টি করা কঠিন। তবে দ্রুত গোল পাওয়ায় তাদের রক্ষণভাগে ফাঁকা তৈরি হয়, যা আমরা ভালোভাবে কাজে লাগিয়েছি। আমাদের খেলোয়াড়রা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে।
দলের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, এখনও অনেক কিছু করার বাকি আছে, এবং সামনে অনেক কিছু ঘটতে পারে। আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটি ডাক উপভোগ করছি।
আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে স্কালোনি আরও বলেন, আমি চাই মানুষ এই মুহূর্তটাকে উপভোগ করুক। আমরা জানি না এটি কতদিন স্থায়ী হবে, তবে একসময় পরিবর্তন আসবেই। আশা করি এটি অনেকদিন চলবে, তবে যতদিন সম্ভব, এই দলের খেলাটা উপভোগ করা উচিত। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব।
বাছাইপর্বের এ ম্যাচের আগে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার এক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় মাঠের বাইরে। রাফিনিয়া বলেন, তারা মাঠ এবং মাঠের বাইরে, দুই জায়গাতেই আর্জেন্টিনাকে উড়িয়ে দেবে। এছাড়া করেন অশালীন এক মন্তব্য।
সেই মন্তব্য নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানি, সে ইচ্ছাকৃতভাবে কিছু বলেননি। তিনি তার দেশকে সমর্থন করেছেন এবং আমি নিশ্চিত, কাউকে কষ্ট দেওয়া তার উদ্দেশ্য ছিল না।
ব্রাজিলকে উড়িয়ে দেওয়ার কারণ কি তবে রাফিনিয়ার ওই মন্তব্য, স্কালোনি বলেন, সেই মন্তব্যর কারণে এমন ফলাফল আসেনি। সেই মন্তব্যর কারণেও আমরা এভাবে খেলিনি।